কোটার ভিতরে এখন রক্ত, হয়ত এর মধ্যে লাশ উপহার দেবে এই সরকার
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১২ জুলাই, ২০১৩, ০৪:২২:০৮ বিকাল
আমেরিকা , বৃটেনের দাসত্ব প্রথা নিয়ে লিখা বই পড়লে দেখবেন , এই সব কোটা প্রথার আসল কাহিনী --- সাম্রাজ্য বাদীরা এই সব কোটার প্রচলন করে , আর আমাদের দেশের কিছু বিকৃত মনের মানুষ আমাদের মেধাকে নষ্ট করার জন্যে এই সব এখনো বহাল রেখেছে ।
যে ছাত্র বিসিএস পরীক্ষা দেয়ার যোগ্যতা রাখেন তাকে নির্মম পিঠানোর পূর্বে কি একবার ও বিবেক কথা বলে না ?
তার উপর আবার সরকারের নিজের দলের ছাত্রলীগের কর্মীদের লেলিয়ে দেয়া হলো আমাদের এত স্বপ্নের গড়া মেধাবীদের উপর।
চেতনা কোনটা ?
এই দেশ কি শুধু কয়েকজনের হাতে জিম্মি ?
কোটা বিরোধী আন্দোলন : ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সব পাবলিক বিশ্ববিদ্যালয় গুলো , অন্তত সুস্থ বিবেকবান মানুষ এই সব মেধাবীদের সমর্থন করেন এটা নিশ্চিত ।
কিছু প্লে কার্ড দেখে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে কারণ আমরা তো একটি স্বাধীন দেশের জনগণ তাই মনে প্রশ্ন জাগে -
বাংলাদেশে মেধাবী জন্ম নেয়া কি অন্যায় ?
সাঁজোয়া যান আনা হল শাহবাগে কোটাবিরোধী আন্দোলনের মহাসমাবেশ প্রতিহত করার জন্য কেন?
আর অন্যায় না হলে কি রাজপথে মেধাবীর রক্তে হেলি খেলা কেন ?
বিষয়: বিবিধ
১৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন