চেতনার আড়ালে যদি থাকে জমির চাচা, তাহলেই এমন হয়

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৭ জুলাই, ২০১৩, ০৩:২১:৫৫ দুপুর

জমির চাচা কে আবিষ্কার করলেন একজন লেখক , প্রকাশিত হলো প্রথম আলো পত্রিকায় .....

জাতি জানলো এক জমির চাচার কথা , কিন্তু এমন হাজার জমির চাচারা চেতনার ফেনা তুলে শুধু থেমে থাকেন নাই ,

সেই সাথে গোফ ওয়ালা ডক্টর নামধারীরা মনের খায়েশ মেটানোর রঙ্গ মঞ্চ করে এখন শুধু চার দিকে মারামারি , হানাহানি আর দুর্গন্ধ ..।

ফলাফল হচ্ছে - ৫ টা সিটি কর্পোরেশনে সরকারের ভরাডুবি, লজ্জাজনক পরাজয়

হাজার মানুষের পঙ্গুত্বের উপর দাড়িয়ে আছে এই সরকার ,

এখনো শাপলা চত্তরে শুনতে পাই নিরীহ মানুষের আর্তনাদ , গ্রামের মা বাবা দের কান্নার রোল, এতিমদের কান্না ,

এখনো ক্ষমতাসীন দের বিবেকের ধ্বনি শুধু চাই , চাই , রক্ত চাই ,

জমির চাচারা চিরকাল শুধু মালে মাল হয়ে আনন্দ করবে , যা চাই তাই পাই --

অসময়ের কালো বিড়ালের মেও মেও শুধু অমঙ্গল ডেকে আনে

গাজার আসর থেকে সরকার চালানো যায় না ,

থামতে হবে , থামাতে হবে , ভন্ডামি অনেক হয়েছে ,

আর না , আর না , রাখেন বস্তা বন্ধি করে জমিরদের প্রগতিশীলতা ...

বিষয়: বিবিধ

১৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File