ডিজিটাল কারবার , সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের আশংকা

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১৪ জুন, ২০১৩, ০৩:২৮:৫২ দুপুর



কুখ্যাত জননিরাপত্তা আইনকে স্মরণ করিয়ে দেয় : এ আইন ২০০০ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক করা কুখ্যাত জননিরাপত্তা আইনের কথা স্মরণ করিয়ে দেয়। ওই সময় ঢালাওভাবে বিরোধী দলের নেতাদের গ্রেফতার ও হয়রানি করা হয়েছিলো--- শাহদীন মালিক ;

ফেস বুক টুইটারকেও আওতায় আনা হয়েছে :ব্যারিস্টার আমীর উল ইসলাম

সিনিয়র আইনজীবী ড. এম জহীর বলেন, যে কোনো জিনিসের (শাঁখের করাত) দুইটি ধার আছে। যেতেও কাটে, আসতেও কাটে। যে আইনটা প্রণয়ন করা হয়েছে সেটা পুলিশের সুবিধার জন্য। এখন এটার অপব্যবহারও হতে পারে। তিনি বলেন, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেলো। তারপর চালান করে দিলো। এরপর ম্যাজিস্ট্রেটকে অবহিত করবে। তার মানে পুলিশের ওপর ক্ষমতা ছেড়ে দিলো।

আমরা জনগণ তাহলে আমরা কাঠের ডেকি ? ডিজিটাল কারবার আর কত ?

http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDZfMTRfMTNfMV8xXzFfNDg1MDI=

সূত্র - দৈনিক ইত্তেফাক শুক্রবার, ১৪ জুন ২০১৩,

বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File