স্বাধীন বাংলাদেশ কি সাম্রাজ্যবাদী ভারতের জন্য ?
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৮ জুন, ২০১৩, ০৭:৫৭:২২ সন্ধ্যা
আওয়ামীলীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির বাংলাদেশকে গোলামির জিঞ্জিরে বেঁধে ফেলেছে ভারত।মোড়ল দের কথা মত একটি স্বাধীন দেশের সব কিছু কেন বিসর্জন দেয়া হচ্ছে ?
মিয়ানমার থেকে বাংলাদেশ দিয়ে গ্যাস পাইপলাইন নিতে চায় ভারত । গ্যাসপাইপ লাইন স্থাপনের সম্ভাব্যতা নিয়ে বৃহস্পতিবার আলোচনা করেছে মিয়ানমার ও ভারত।ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী আনন্দ শর্মা ও মিয়ানমারের জ্বালানি মন্ত্রী ইউ থান হতাইয়ের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। গত ৭ জুন ২০১৩ এ খবর দিয়েছে বার্তা সংস্থা টিএনএন ও পিটিআই।
মিয়ানমারের সিতওয়ে থেকে শুরু হয়ে কালাদান নদী হয়ে মিজোরাম থেকে ভারতে প্রবেশ করার কথা ওই পাইপলাইন।
পাইপ লাইনের মূল পরিকল্পনায় বলা হয়েছে, সিতওয়েতে একটি বন্দরের উন্নয়ন কাজ চলছে। সেই সিতওয়ে থেকে বাংলাদেশ উপকূল হয়ে পশ্চিমবঙ্গের হলদিয়ায় যাবে গ্যাস পাইপলাইন। ওভিএল এন্ড গেইল থেকে এসার পর্যন্ত বিভিন্ন ভারতীয় কোম্পানি মিয়ানমারের এমন উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছে।
এজন্য অবকাঠামোগত উন্নয়নে মিয়ানমারকে সহায়তা দিতে প্রস্তুত ভারত। তবে বাংলাদেশের ভিতর দিয়ে ওই পাইপ লাইন নির্মাণের কোনো লাভ নাই বাংলাদেশের বরং হুমকি হয়ে দাড়াবে
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন