বর্তমান সরকারের আমলে ৪ বছরে ৪১৭ জন সশস্ত্রবাহিনীর অফিসার শেষ

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ মে, ২০১৩, ০১:৪৫:১৮ রাত

আওয়ামীলীগের আমলে বিগত চার বছরে বাংলাদেশের সেনা, নৌ, বিমানবাহিনী থেকে কমপক্ষে ৪১৭ জন অফিসার চাকরীচ্যুত ও নিহত হয়েছেন ! এর মধ্যে ১৯৭ জনকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, ১৬১ জন স্বেচ্ছায় চাকরী ছেড়ে চলে গেছে। আর পিলখানার ঘটনায় ৫৯ জন সিনিয়র অফিসার নিহত হয়েছেন। অবসর দেওয়া কর্মকর্তাদের বেশির ভাগই মেজর ও লে. কর্নেল পদমর্যাদার। এ ছাড়া একজন লে. জেনারেল, দুজন মেজর জেনারেল ও সাতজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন। আওয়ামীলীগের এমপি তাপসের উপর কতিত বোমা হামলার বিষয়ে জড়িয়ে আরো কিছু সেনা অফিসারকে জেলে রাখা হয়েছে । সেই সাথে চাকুরীচ্যুত করে জেলে পাঠানো হয়েছে দেশের সেরা পাঁচ কমান্ডোকে। কেবল চাকরীচ্যুতই নয়, এছাড়াও ভিন্ন মতাবলম্বী সন্দেহে শত শত অফিসারকে ও এসডি বা এচাড করে রাখা হয়েছে। কঠোর নজরদারির মধ্যে আছেন অনেক দেশ প্রেমিক সেনা অফিসার -------------

বিষয়: বিবিধ

১৬৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File