হত্যাযজ্ঞ শুরু না কি শেষ ? ৫০০ এর অধিক কোরানে হাফিজ কে হত্যা করা কি মানবতা ? বিশ্বের কাছে আমাদের কি পরিচয় হবে ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৬ মে, ২০১৩, ১১:০০:১৩ সকাল



আমরা পাকিস্তানকে বর্বর বলেছি , বার্মার ম্যাসাকারের কথা বলেছি ,ভারতে মুসলিম নির্যাতনের কথা বলি ,, প্যালেস্টাইনে ইসরাইলের আগ্রাসনের বলি হয় নিরীহ জনতা সেটাও বলি --- বসনিয়া, কসবোর গনহত্যার অনেক বলেছি । সরকার পরিকল্পিত ভাবে ব্ল্যাক আউটের মাধ্যমে গভীর রাতে আলেম ওলামাদের উপর ম্যাসাকার চালালো । .হতাহতের সংখ্যাটা পর্যন্ত কেউ জানতে পারছে না। সুকৌশলে ম্যাসাকার চালানো হয়েছে ।

হেফাজতের অবরোধে সংঘর্ষ চলাকালে বঙ্গবন্ধু এভিনিউতে সশস্ত্র ছাত্রলীগ

http://www.newsevent24.com/2013/05/06/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%9C-2/

শাপলা চত্বর ও এর আশেপাশের এলাকায় ব্যাপক রক্ত দেখা গেছে। যেখানে সেখানে রক্ত দাগ দেখা যাচ্ছে। থোক থোক রক্তের দাগে রাজপথ রঞ্জিত হয়েছে গেছে পুরো এলাকা।রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অভিযান শুরু করে যৌথ বাহিনী; নির্বিচারে গুলি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।বিভিন্ন তথ্যে জানতে পারলাম প্রায় ৫০০ এর অধিক কুরানে হাফিজকে হত্যা করা হলো , লাশ উধাও করা হয় । নিহতের মধ্যে প্রায় ৫০০ জনই কোরানে হাফেজ!!

এর নাম কি মানবতা ?

অবরোধ কর্মসূচীতে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে অবস্থানরতদের সরিয়ে দিতে অভিযান শুরু করেছে র‌্যাব, পুলিশ ও বিজিবির যৌথ বাহিনী। রবিবার রাত আড়াইটার দিকে এ অভিযান শুরু হয়।এসময় যৌথ বাহিনীর সদস্যদের হাতে ভারী অস্ত্র বহন করতে দেখা যায়। দশ হাজারের অধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাতে অংশ নেয়।

সন্ধ্যার পর থেকে মতিঝিলসহ রাজধানীর বেশীর ভাগ এলাকায় রাজপথের আলো গুলো (সোডিয়াম বাল্ব) বন্ধ করে দেয়া হয়। অন্ধকারে হাবুডাবু মতিঝিল এলাকায় ভারি অস্ত্রের-স্বস্ত্রের ভয়াবহ শব্দে প্রকম্পিত হয় প্রতি মূর্হুত।

পরিনত হয় এক নারকীয় বধ্যভুমিতে। গুলি আর বোমার সামনে নিরীহ সমাবেশস্থলে বসে থাকা নিরস্ত্র লাখো আলেম ওলামা ঠিকতে না পেরে সরে যেতে বাধ্য হন । অনেকে হতাহত হয়ে রাস্তা পড়ে থাকেন। বাকিরা আশ্রয় নেন বিভিন্ন গলিতে। যৌথ বাহিনী এরপর অভিযান চালায় গলিগুলোতে। সেখান থেকেও পিটিয়ে তাদের হত্যা করে ।

স্বাধীন দেশে রাতের আধারে হানাদার বাহিনী এসেছিল , কিন্তু ৫ মে দিবাগত রাত ২ টার পর এরা কোন হানাদার বাহিনী ? দিনের আলোয় কি এরা আসবে না ?

বিষয়: বিবিধ

১৪৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File