সাভার রানা প্লাজা ভবনধসে নিখোঁজ আসলে কত জন? আসলেই কি এখন মাত্র ১৪৯ জন নিখোঁজ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০২ মে, ২০১৩, ০২:০৩:৫৩ রাত

উদ্ধার অভিযানে সমন্বয়কের দায়িত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী বুধবার জানিয়েছেন ১৪৯ জন নিখোঁজ রয়েছেন।

কিন্তু তা মানতে নারাজ সাভারের মানুষ, বিশেষ করে স্বজনের খোঁজে সাত দিন ধরে হন্যে হয়ে হাসপাতাল, অধরচন্দ্র উচ্চবিদ্যালয় আর রানা প্লাজার ধ্বংস্তূপের আশপাশে ঘোরা হাজার খানেক মানুষ, যারা এখনো খোঁজ পাননি তাদের স্বজনদের। তারা বলছেন, ধ্বংসস্তূপ থেকে লাশ গুম করা হয়েছে, বা হচ্ছে।

এখন পর্যন্ত তিনটি সূত্রে পাওয়া তথ্যের গরমিল --

(১ ) নিখোঁজ স্বজনের খোঁজে আসা লোকজনের তথ্য নিয়ে সাভার থানার তালিকায় নিখোঁজ লোকের সংখ্যা এক হাজার ২০০।

(২ )জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব নিখোঁজ ব্যক্তিদের যে তালিকা করেছে, তাতে সংখ্যাটি এক হাজার ৩৫০।

(৩ )অতিরিক্ত জেলা প্রশাসনের দেওয়া সংখ্যাটি ১৪৯। জেলা প্রশাসনের হিসাবের সঙ্গে বাকি দুই হিসাবের গরমিলের সংখ্যাটি হাজারের ওপর।

(৪ ) রানা প্লাজার তিন তলা পর্যন্ত দোকানপাট ও অন্যান্য কিছু অফিস ছিল। সেখানে কিছু লোক নিশ্চয় ছিল। এখনো যেসব লাশ শনাক্ত হয়নি, তারা এমন লোকজন হবে, যারা ওই ভবনে কাজ করেন না, কিন্তু সেদিন সেখানে গিয়েছিলেন।

তাহলে এত এত নিখোঁজ ব্যক্তির সন্ধান যারা করছেন, তাদের স্বজনরা কোথায় গেলেন?

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File