বাকশালের যুগের কাহিনী -

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২০ এপ্রিল, ২০১৩, ১২:০৭:২৩ দুপুর

শেখ মুজিবুর রহমান ১৬ই জুন সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক একটি অধ্যাদেশ জারি করেছেন। বাকশাল, সরকার, ‘দ্বিতীয় বিপ্লব’ ও শেখ মুজিবুর রহমানের ঢালাও গুণকীর্তন করতে পারবে।ক্যানোনিক্যাল আইডি: ১৯৭৫ ঢাকা০২৯৭১-বি। শিরোনাম ‘বিডিজি টেকস কন্ট্রোল অব প্রেস’।(উইকিলিকসের প্রকাশিত তথ্য )

আজ সকালে মাত্র চারটি দৈনিক সংবাদপত্র প্রকাশিত হয়েছে। সেগুলো বাংলাদেশ সরকারের নিয়ন্ত্রণে বের হয়েছে। এ পত্রিকাগুলো হলো- বাংলাদেশ টাইমস, বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক ও দৈনিক বাংলা। এবং মুজিবের বাকশালের নেতাদের সব পত্রিকা কারণ বাকশালের তিন সাধারণ সম্পাদকের একজন শেখ ফজলুল হক মণি এ পত্রিকার সম্পাদক। ইত্তেফাকের ক্ষেত্রে পরিণতি অনেক ভয়াবহ ও দুঃখজনক।

১৯৭৫ সালের ১৭ই জুন ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে পাঠানো বার্তায় এসব কথা বলা হয়।

শেখ মুজিব সন আমল এবং শেখ হাসিনার শাসন আমলের চিত্র তাহলে কি সমান ?

এই কারণে শেখ হাসিনা তার পিতার মত সটিক সংবাদ প্রকাশকারী পত্রিকার এবং সাংবাদিকের নির্যাতন , নিপীড়ন করতেছেন কি ?

একটি স্বাধীন দেশে গনতন্ত্র আর বাকশাল এক সাথে চলতে পারে না --

বিষয়: বিবিধ

১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File