গণজাগরণ মঞ্চের সন্ত্রাসীরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় সাংবাদিক ইউনিয়নের সমাবেশে-- এই সন্ত্রাসী আচরণ কিসের মঞ্চের ?

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ১১ এপ্রিল, ২০১৩, ০৫:১৪:১৪ বিকাল

বগুড়ায় পুলিশি প্রহরায় সাংবাদিক ইউনিয়নের সমাবেশে সশস্ত্র হামলা চালিয়েছে গণজাগরণ মঞ্চ এবং স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা। হামলায় বগুড়া প্রেস ক্লাবের সভাপতিসহ পাঁচ সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিক প্রতিবাদ সভা থেকে হামলাকারীদের গ্রেফতার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বগুড়ার গণজাগরণ মঞ্চ, স্বেচ্ছাসেবক লীগ এবং মুক্তিযোদ্ধা সংসদের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে ১১ এপ্রিল ২০১৩ বৃহস্পতবার দুপুরে সাংবাদিক ইউনিয়ন বগুড়া বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। শহরের সাতমাথা বীরশ্রেষ্ঠ স্কয়ারে সাংবাদিকদের সমাবেশ চলাকালে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক লীগ এবং গণজাগরণ মঞ্চের সন্ত্রাসীরা লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সেখানে থাকা দুই ভ্যান পুলিশ হামলাকারীদের সহযোগিতা করে।

(সূত্র -বগুড়া ব্যুরো নতুন বার্তা)

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File