শাহবাগ আপডেট
লিখেছেন লিখেছেন একে৪৭ ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৮:০৫ রাত
যুদ্ধাপরাধীর ফাঁসি চাই- স্লোগানে শাহবাগ কাঁপলেও কাঁপছে না দেশ। ট্রাক ভর্তি বিরিয়ানীর প্যাকেট বিতরণ আর প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তায় বেশ ভালই চলছে বিভিন্ন নাট্যদলের অবিরাম কর্মশালা। এতদিন যারা ছিল মন্ঞ আর টিভির পর্দায় আর তারা এখন রাস্তায় আসতে পেরে তারা বেশ উচ্ছসিত। পথচারীদের সময়ও কাটছে বেশ। তারা যুদ্ধাপরাধীর আগা মাথা কিছু না বুছলেও বিনা টিকেটেই হচ্ছে দেখা বিভিন্ন শিল্পীর মুখ ও তাদের অভিনয়।
বিষয়: রাজনীতি
৯৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন