আমার এক বড় ভাই বলেছেন শিবিরের সাথে কোনভাবেই সম্পর্ক রাখা ঠিক হবে না
লিখেছেন লিখেছেন রায়হান মাসুদ ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:০৪:৪১ সন্ধ্যা
কারণ শিবিরের কেহই ধুমপান বা মাদকের সাথে জড়িত নয়। তারা নারী পুরুষের অবাধ মেলামেশায় বিশ্বাস করে না।শিবিরের কেহই ক্যান্টিন থেকে ফাও খায় না। চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে তারা চরমভাবে ঘৃণা করে।
অন্যায়ভাবে অন্যের মাল ভোগ করেছে এমন প্রমাণ পেলে ,শিবির তার জনশক্তিকে দল থেকে বহিষ্কার করে।
শিবিরে দুই গ্রুফে সংঘর্ষ করে না। পড়ালেখা বাদ দিয়ে শুধু রাজনীতি করা ,শিবির নীতিগতভাবেই ঘৃণা করে।
নিয়মিত ৫ ০য়াক্ত নামাজ না পড়লে শিবির তাকে দলে রাখে না। যোগ্যতা ছাড়া নেতার ছেলে নেতা হবে,নেতার ভাই নেতা হবে,শিবির তা কোনভাবেই মেনে নেয় না। শিবির দলকে বাদ দিয়ে অন্যের সাথে গোপন সম্পর্ক রাখে না।
একজন শিবির কর্মী অন্য কর্মীর বিপদ মোকাবেলা করার জন্য আপন ভাইয়ের মত সহযোগিতা করে।
সুতরাং যারা মাদকের সাথে জড়িত থাকতে চায়,চাঁদাবাজির লোভ সামলাতে পারে না,ফাঁক ফোঁকরে অন্যায়ভাবে অন্যের মাল ভোগ করতে চায়,মারামারি না করলে যাদের মনে উস্কানি আসে,যারা শুধু নেতা হতে চায়,নামাজ পড়তে অসহ্য মনে হয়, ইত্যাদি ........
তাদের ,শিবিরের সাথে কোনভাবেই সম্পর্ক রাখা ঠিক হবে না,কারণ শিবির এগুলো সমর্থন করে না
বিষয়: বিবিধ
১৫২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন