হলুদ সাংবাদিকতা, অতঃপর শিয়াল মামা'র বন্ধুত্বতা…

লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ২৭ মার্চ, ২০১৩, ০৯:৫৪:৫৯ রাত

খবরে দেখলাম এটিএন নিউজের সাংবাদিক সাব্বির আহমেদকে লাঞ্ছিত (থাপ্পর, ধাক্কা ইত্যাদি) করলো আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলর এবং তার বাহিনী!!

দিন দিন সাংবাদিকদের উপর আক্রমণ বাড়তেছে। আগে সাংবাদিক দেখলেই সন্ত্রাসীরাও কথা বলতে ভয় পেত, এই ভয় এমন না যে সাংবাদিকেরা আক্রমণ করবে। এই ভয় হচ্ছে শ্রদ্ধার…!!

কিন্তু আজ সেই ভয়টা কারো কাছে নাই।

আমি নিজেই নিজের ভবিষৎ জীবন গড়ার স্বপ্ন নিয়েও কেমন জানি একটু ভীতির মধ্যে এখন!

শত ইচ্ছা, শত সুযোগ থাকার পরও পারছি না আপাতত সাংবাদিকতায় যুক্ত হতে। আরেকটু সময়..….…

এরপর কি আগের মত সাংবাদিকেরা নিরাপত্তা, সম্মান পাবে?

মনে হচ্ছে না পাবে।

কেন?

কার দোষ?

দোষ সাংবাদিকদেরই। হলুদ সংবাদ করার সময় মনে পরে না তারা কত বড় ভুল করতেছে।

তাই তো আজ এই অবস্থা।

বিশেষ করে এটিএন নিউজ আর একাত্তর।

যাদের জন্য এতো হলুদ সংবাদ বানায় তারাই তাদের উপর চড়াও হয়!

বাহ, ভালো তো।

ভালো না?

বাংলালিংক দামে হলুদ বানালে তো গ্রামীণফোনের মত একড়েটে সকলের মাইর খাবে।

কেন জানি তারা বারবার ভুলে যায় এটা বাংলাদেশ! ক্ষমতা আর প্রভাব বেশীদিন স্থায়ী হয়না। জেল, জুলুমে পড়তে হয়।

মুল কথাঃ হলুদ বেশী হলে যেমন রান্নার স্বাদ নষ্ট হয় তেমনি হলুদ সাংবাদিকতা বেশী হলেও…

মুল কথাঃ যার হয়ে দালালি করবা সেই দালাল ডেকে আসল কাজটা করতেছে।

বিষয়: বিবিধ

১৩৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File