গো ব্ল্যাকআউট!!
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ২৫ মার্চ, ২০১৩, ১১:২৬:৩০ রাত
৪২বছর আগে.…
আর কয়েকঘন্টা পর শুরু হবে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ড। বাংলাদেশীকে দমিয়ে রাখতে চাওয়ার ব্যর্থ চেষ্টা!!
৪২ বছর পরেও আমরা পারিনি সেই হত্যাকান্ডের কলংকিত অধ্যায় মুছতে।
আজ ৪২ বছর পর শ্রদ্ধার সহিত স্মরণ করছি সেদিন তথা ৯মাস যুদ্ধের সকল শহীদ এবং গাজী মুক্তিযুদ্ধাকে।
আমি বা আমরা ( দূর্যোধন দা'র ডাকে ইভেন্টের সবাই) এই স্মরণে ১১টা ৫৫মিনিট থেকে ১২টা পর্যন্ত এই ৫মিনিট সারাদেশ কালো করে শহীদদের স্মরণ করতে চাই। শুধু কালো থেকে নই, এই ৫মিনিট যে যেখানে পারেন, যে অবস্থাই আছেন শহীদ মুক্তিযুদ্ধাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নিশ্চয় রাতের আঁধারের এবং সকলের সম্মিলিত দোয়া আল্লাহ কবুল করবে। ডাঃ ইমরান এর দেওয়া প্রতিনিয়ত হাস্যকর কর্মসুচী না করে এটাই ভালো বলে আমার কাছে মনে হয়।
শাহবাগে একটু পর যে মোমবাতিগুলো জ্বালানো হবে সেই মোমবাতি না জ্বালিয়ে টাকাগুলো ব্রাক্ষ্নবাড়িয়াই ক্ষতিগ্রস্তদের দেওয়া হোক। এটাই হত তরুণ প্রজন্মের আসল চেতনা।
গো ব্ল্যাকআউট!!
https://www.facebook.com/events/111707482353513
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন