আর্থ আওয়ার

লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ২৩ মার্চ, ২০১৩, ০৮:৫০:৩১ রাত

গতকাল আর আজ মিলে ২টা মেসেজ আসলো গভঃ ইনফো থেকে। আর্থ আওয়ারের কথা বলে রাত ৮টা ৩০মিনিট থেকে ৯টা ৩০মিনিট পর্যন্ত অপরয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করতে অনুরোধ করল। আর্থ আওয়ার নিয়ে কোন ধারণা নাই। তবে যতটুকু বুঝছিঃ বিদ্যুতের সাশ্রয় বা এধরণের কোন কাজের জন্য এই উদ্যোগ। গতবছর একবার হয়েছিল এটা মনে পড়ছে। এই উদ্যোগ অবশ্যই সমর্থন্যোগ্য। কিন্তু আসল কথা হলঃ এই সময় তো দূরের কথা, টেকনাফ পৌরসভার বাসিন্দা হয়েও সকাল থেকে রাত ১২টার ভিতর ২ঘন্টার বেশী বিদ্যুৎ পাওয়া না যায় তাহলে????

আপনি বাঁচলে তো বাপের নাম নাকি? বিদ্যুৎ বা এই সোনার হরিণটি দিন দিন যে ধরা ছোয়ার বাহিরে চলে যাচ্ছে…

অদূর ভবিষ্যৎ তো নই, ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন ২০২১ এ বিদ্যুৎ নামক কিছু থাকবে কিনা তা নিয়ে ভীষণ সন্দেহ জন্মাচ্ছে!!

ঘরে, দোকানে বা অন্যান্য জায়গাই এই মুহুর্তে বিদ্যুৎ আছে তারা পালন করলে ভালো হবে।।

বিষয়: বিবিধ

১৩৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File