দুই নেত্রীর উদ্দেশে অগোছালো খোলা চিঠি।।
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ৩০ এপ্রিল, ২০১৩, ০৯:১৭:৩৩ রাত
♣ বিদেশী সাহায্য নিতে আত্মসম্মানে আঘাত লাগে।
আমাদের সব (?) থাকা সত্ত্বেও আমরা কেন বিদেশীদের সাহায্য নিবো?
♦ ও প্রধানমন্ত্রী, আপনি কি জানেন আপনি কোন দেশের প্রধানমন্ত্রী?
-যে দেশে শাহানাদের বাঁচানোর কথাই চলে রাজনীতি।
_যে দেশে একটা বিশেষ মহলের জন্য অবিরত পৌঁছানো হয় বিরিয়ানি, ওয়াই-ফাই আর শাহানাদের কাছে সরকারী খাবার অক্সিজেন পৌঁছানো যায়না (হয়ত অপবিত্র জিনিষ শাহানাদের জন্য কবুল করেনি আল্লাহ্)।
_যে দেশে প্রধানমন্ত্রী সংসদে দাড়িয়ে দোষীর শাস্তি দেওয়ার কথার আগে বলে দোষী আমার দলের না।
_যে দেশে অপরাধীকে বাঁচানো লোকটি সরকারী দলের এমপি হওয়াতে প্রধানমন্ত্রী তাকে এড়িয়ে যাওয়ার নাটক করে মিডিয়ার সামনে কিন্তু নির্বাচনের চিন্তাই তাকে দল থেকে বহিষ্কার বা সংসদ কোন চাপ দিতে পারে না।
--আপনি সে দেশেরই প্রধানমন্ত্রী, আপনি সে দেশেরই পরিচালক, আপনি সে দেশেরই জাতির পিতা আর মুক্তিযুদ্ধের নাম বিক্রি করা দলের অনুসারী দলের।।।
♦ ও বিরোধী দলীয় নেত্রী, আপনি কি জানেন আপনি একটা দেশের বৃহত্তম একটা দলের, সংসদের এক অংশের নেত্রী?
-যে দেশে লাশ নিয়ে চলে রাজনীতি।
_যে দেশে লাশের কথা বলে আসে হরতাল।
_যে দেশে ভোট পাওয়ার জন্য মিথ্যে লোভ দেখানো ক্ষমতাই গেলে ২০ লক্ষ টাকা দেওয়ার কথা বলা।
_যে দেশে চলে আসল অপরাধীকে বাঁচানোর সর্বশেষ (বেনাপোল) চেষ্টা করে একটা বৃহত্তম দলের স্থানীয় নেতা।
--আপনি সে দেশেরই সংসদের বিরোধী দলীয় নেত্রী, আপনি সে দেশেরই বৃহৎ একটা দলের সর্বময় (?) ক্ষমতার অধিকারী, আপনি সে দেশের সাবেক প্রধানমন্ত্রী, আপনি সে দেশের সর্বোচ্চ ক্ষমতাই থাকা প্রধানমন্ত্রী, আপনি সে দেশেরই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী।।।
♦ ও প্রধানমন্ত্রী, আপনার লজ্জা লাগে না যখন আপনার দেশে ঘোষ দেওয়ার অপরাধে একটা নামী-দামী ব্যাংক ১০ বছরের নিষিদ্ধ হয়?
আপনার লজ্জা লাগে না যখন গুটিকয়েক লোকের দুর্নীতিতে শেয়ার বাজারে সর্বস্ব হারিয়ে আত্মহত্যা করা?
আপনার লজ্জা লাগে না যখন দেখামাত্র গুলি করার নির্দেশদাতা মানবাধিকার রক্ষাকারীর পুরষ্কার পাই?
ও ডটার অব পীচ, আপনার লজ্জা লাগে শুধু বিদেশীদের আমার দেশীয় মানুষ বাঁচানোর সাহায্যের কাছে কারণ- এই সাহায্য আসলে যে আপনারা লাশের রাজনীতি করতে পারবেন না। পারবেন না লাশগুলোকে টাকা দিয়ে বিবেচনা করতে।
♦ ও বিরোধী দলীয় নেত্রী- ও প্রধানমন্ত্রী, আপনারা না পারলে কি হবে?
আমরা পাঠাতে পারি টেকনাফ-তেতুলিয়া থেকে আমাদের পবিত্র হালালি সামান্য ৫, ১০, ১০০, ১০০০ টাকা দিয়ে অক্সিজেন, সামান্য কিছু খাবার, কিছু কাপড় আর সামান্য............ (অবিরত)।
আমরা পারি না নোংরা রাজনীতি করতে, পারি শুধু শাহানাদের জন্য নিঃস্বার্থভাবে চোখের জল ফেলতে।
আপনি সেই দেশের বিরোধী দলীয় নেত্রী, আপনি সেই দেশের প্রধানমন্ত্রী আর আমরা সেই দেশেরই শাহানা আর রুবেল।
বিষয়: রাজনীতি
১১৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন