মখা > মহা রাজাকার > মগা আলমগীর
লিখেছেন লিখেছেন রাশেদুল হাসান ২৫ এপ্রিল, ২০১৩, ১২:৪৪:৩১ রাত
মানুষটার সংক্ষেপে নাম মখা।
বঙ্গবীর কাদের সিদ্দিকী তাকে ডাকেন, মহা রাজাকার নামে।।
আমি এবং আমরা ডাকি মগা।।।
তিনি নাকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী! যার কর্মকাণ্ডের দিকে তাকিয়ে দেশের গতবিধি বলা যাওয়ার কথা সেই সে মানুষটা কিভাবে এই কথা বলতে পারে?
তিনি কি স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বিরোধী দল দমনীয়মন্ত্রী? সব কিছুতেই দেখেন বিরোধী দল...
আমার ছোট্ট মাথাই কিছু না বুঝলেও একটা বিষয় উঠে আসছে।
তিনি সারাদিন বিরোধী দল বিরোধী দল করে থাকেন।
--বাস্তবে আমাদের বিরোধী দল কি এতই শক্তিশালী?
--এতই জঙ্গিবাজ, বোমাবাজ, হত্যাকারী আর সরকারকের বেকায়দাই ফেলতে পারে??
--আমাদের বিরোধী দলের এত শক্তি দেশ-বিদেশে???
--বিরোধী দলের কূটনৈতিক জ্ঞান এতো বেশী????
এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমি বলবো, তারা নিশ্চয় আপনাদের মত পদ্মা সেতু, শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক, যুদ্ধাপরাধী চোরের থেকে দেশটা তারা ভালো ভাবে চালাতে পারবে।।।
একজন মানুষ মগা না হলে কিভাবে বলতে পারে, সাভার ট্র্যাজেডিও বিরোধী দলের কাজ।
হরতাল সমর্থকরা রানা প্লাজার গেইট, ভবন ধরে নড়াচড়া করেছে।
ভাই, দেখছেন বিরোধী দলের কত শক্তি?
আমার মনে হচ্ছে, আর কিছুক্ষণ পর এই মগা বলবে, প্রধানমন্ত্রীও বিরোধী দলের পক্ষ নিল। কারণ আজ হরতাল প্রত্যাহার করায় মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধন্যবাদ জানিয়েছেন। আর এর ফলে প্রমাণ করে প্রধানমন্ত্রীও বিরোধী দলের হয়ে কাজ করছে।।
এসব উল্টাপাল্টা কথাই কি হয় জানেন?
যারা নিতান্তই সাধারণ মানুষ তারা ভাববে বিরোধী দলের এতো শক্তি আছে, তাহলে আগামী নির্বাচনে তাদেরকে ভোট না দিলে হয়ত আমাদের উপর জেল-জুলুম চালাবে। আমরা তাদের ভোট না দিলে তারা সেটা দেখে ফেলবে অদৃশ্য ক্যামেরা থেকে!!
সর্বশেষ একটা কথা, ৪৮ ঘণ্টার সাহারা ইজ বেটার দ্যান বিরোধী দলীয় মন্ত্রী মগা।
বিষয়: রাজনীতি
২০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন