দাদার জন্য আমিষ, আমাদের জন্য বিষ, বুবু কেন চুপ?

লিখেছেন লিখেছেন অরণ্য আনোয়ার স্বপন ২৩ আগস্ট, ২০১৩, ০৬:০০:৫১ সন্ধ্যা

একটা সময় ছিল যখন বলা হতো ‍‌'' ভাতে মাছে বাঙ্গালী'' কিন্তু বর্তমানে সে কথাটি না থাকলেও বাঙ্গালী যে মাছ প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কি হচ্ছে এসব? আমি ডায়াবেটিস রেগি তাই প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাটতে বের হই। তখন চোখে পড়ে ব্যাগ ভর্তি করে আমাদের আমিষের চাহিদা পূরণ করে যে মাছ তা ভারতে পাচার হচ্ছে। এটি দেখে আমার মধ্যে তেমন কোন সাড়া পড়েনি কিন্তু যখন জানতে পারলাম এই আমাদের আমিষের পরিবর্তে যখন আসছে মদ, গাজা এবং ইয়াবা- যার কুফল ''ঐশী'' । বিষয়টা আমাদের তিস্তা পানি চুক্তির মতই। দাদা ট্রানজিট সুবিধা নিয়ের পানির জন্য মমতাজ আর বুবু এখন চুপ। আমরা জনগণ নিরুপায় আমাদের জন্য কি সুধুই বিষ।

বিষয়: বিবিধ

১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File