ক্ষমতায় থাকতে এক বিরোধী দলে গেলে আরেক

লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ১৭ মার্চ, ২০১৩, ১০:৩৯:১৫ সকাল

বাংলাদেশের রাজনীতিতে নিয়মিত ভোল পাল্টে এটা যেন চিরাচরিত নিয়ম হিসাবে পরিনত হয়েছে। বর্তমান বিরোধী দলীয় নেত্রী যখন ক্ষমতায় ছিলেন তখন ২১ আগষ্ট গ্রেনেড হামলায় ২৪জন প্রাণ হারিয়েছিল। তৎকালিন প্রধান মন্ত্রী খালেদা জিয়া সেটার বিচার করতে ব্যর্থ হয়েছিলেন। দুই জন নির্বাচিত এমপি এসএস কিবরিয়া, আহসানউল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, মমতাজউদ্দিন হত্যা কান্ড, বাংলা ভাই, আঃ রহমানের উত্থানসহ নানা ঘটনা ঘটেছিল ২০০১-২০০৬ পর্যন্ত। সংখ্যালঘু নির্যাতন মাত্রারিক্তি পর্যায় গিয়েছিল। দুর্ণিতির কথা নাই বললাম। কিন্তু খালেদা এই কথাগুলো বেমালুম ভুলে গিয়ে বর্তমান সরকারের নেতাদের ট্রাইবুনাল গঠন করে বিচার করবেন বলে যে হুশিয়ারী উচ্চারণ করলেন একজন বিরোধী দলীয় নেত্রীর কাছ থেকে এই ধরনের কথা অনাকাংখিত। বর্তমান সরকারের আমলেও যে দুর্ণিতি হত্যাকান্ড হচ্ছে না সেটা বললে মারাত্বক ভুল হবে। গুম, হত্যাকান্ড আগেও ছিল, বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে কারন এগুলো পেছনে যে কোন দলের রাজনৈতিক কারন থাকে।

উপরোক্ত কারনগুলো জবাব হয়ত এভাবে আসতে পারে সবই আওয়ামীলীগ ঘটিয়েছে যা সেই সময় বলা হয়েছিল। বিএনপি ক্ষমতাকালেও যদি আওয়ামীলীগ হ্ত্যাকান্ড ঘটায় আবার আওয়ামীলীগ ক্ষমতায় থাকতেও যদি তারাই হত্যাকান্ড ঘটায় তবে অন্য দলের এ দেশে থেকে লাভ কি?

বিষয়: বিবিধ

৮২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File