ব্রেকিং নিউজঃ এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্র বন্দকের ৭ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ১৫ মে, ২০১৩, ০৩:১৪:০৬ দুপুর
ব্রেকিং নিউজঃ এই মাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সর্বশেষ খবর চট্টগ্রাম, কক্সবাজার সমুদ্র বন্দকের ৭ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া মংলা সমুদ্র বন্দকে ৫ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘুর্ণিঝড় মহসেন চট্টগ্রাম বন্দর থেকে মাত্র ৮শ কিলোমিটর দুরে অবস্থান করছে। সেটি আরো ঘনিভুত হয়ে ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে চট্টগ্রাম ও মায়ানমারের ওপর দিয়ে বয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এছাড়া উপগ্রহের ছবিতে ঝুর্নিঝড়ের ছবি দেখতে ক্লিক করুন এখানে http://www.bmd.gov.bd/Content.php?MenuId=41&SubMenuId=72&SubSubMenuId=84
বিষয়: বিবিধ
৫৯৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন