বিএনপির প্রাসাদ ষড়যন্ত্র ব্যর্থ
লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ০৮ মে, ২০১৩, ০২:০৮:৪১ দুপুর
প্রাসাদ ষড়যন্ত্র একটি পরাতন পদ্ধতি যেটা প্রয়োগ করে আগেকার রাজা বাদশাহদের হটিয়ে ক্ষমতা দখল করত এক দল দাঙ্গাবাজ। গত ৫ তারিখে হেফাজতের সাথে মিথে জামাত শিবির যেটা করে দেখাল আর সেটার ফরে যে প্রাণহানী ঘটল সেটা প্রাসাদ ষড়যন্ত্রের শামিল। বিএনপির চাওয়া অনুযায়ী হেফাজতের কিছু নেতা পুলিশের অনুমতির বাইরে তারা অবস্থান কর্মসূচী পালন করে।এবং তার পূর্বে স্মরণকালের ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালায়। বিএনপি চেয়েছিল রাতে হেফাজতের অবস্থানের পর সকালে সেখানে বিএনপি যোগ দেবে আর সরকারের অবস্থান এমনিতেই পাল্টে যাবেন। কিন্তু মানুষ ভাবে এক আর বিধাতা করে আর এক। পুলিশ যদি রাতের বেলা ওই সমাবেশ পন্ড না করত তবে সকালে ঢাকা শহরের অবস্থা কি হত আল্লাহ ভাল জানেন। এখন না পাওয়ার বেদনায় হতাশা গ্রস্থ হয়ে ২দিন হরতালের ডাক দিয়েছে। বিএনপি প্রচার করছে ২ হাজারের ওপরে মানুষ খুন হইছে আবার আজকের নয়া দিগন্ত পত্রিকায় দেখলাম বিএনপি শাপলা চত্বরের প্রকৃত নিহত খবর জানতে চায়। হায় আহম্মক! নেতা বলে বেড়াচ্ছে ২ হাজারের বেশি লোক খুন হইছে আবার তারা জানতে চায় সরকারের কাছে । তারা নিজেরাইতো সরকার হইছে! পাবলিক যাবে কৈ?
বিষয়: বিবিধ
১৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন