খালেদা জিয়া আসল বক্তব্য দেবেন ৪ তারিখ

লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ০১ মে, ২০১৩, ০৮:৪৩:৩০ রাত

আজ কাঁচপুরে জনসভায় খালেদা জিয়া ৪ তারিখে কি যে বিশেষ কিছু ঘোষনা দেবেন বলে মনে হচ্ছে। এর আগে তিনি শ্রমিকদের আন্দোলনে সমর্থন দেন। আগামী ৫ তারিখ হেফাজতে ইসলাম ঢাকায় সমাবেশ করবে। আর এর আগের দিন ওই সমাবেশ থেকে যদি বিশেষ কোন ফায়দা নেওয়া যায় সেই কারনে বিএনপি সমাবেশ ডেকেছেন। তিনি এর আগে জামাতকে হরতাল ভাংচুরে সমর্থন দিয়েছিলেন, হেফাজতের কর্মকান্ডে সমর্থন দিয়েছেন এবং সর্বশেষ শ্রমিকদের ভাংচুরেও সমর্থন দিয়েছেন। খালেদা জিয়া শুধু সমর্থন দিয়েই যাচ্ছেন। তবে ৪ তারিখ তিনি কি ঘোষনা দেবেন সেটা না বললেও অনুমান করা যায়। তিনি চেয়ে থাকবেন হেফাজত নেতারা কি করেন তা দেখেই আগের দিন বিশেষ কোন ঘোষনা দিবেন। তবে ধারনা করা যায় এটাই শেষ বলে উইকেল তুলে নিয়ে বাহবা হয়ত তিনি পাবেন না। তিনি যতই অন্যর ঘাড়ে বন্দুক রেখে গুরি করেন না কেন ওই গুলিতে নিজেই ঘায়েল হবেন। পাকিস্থান, আফগানিস্থান, ইরানে ব্লাসফেমি আইনের সুফল না কুফল সেটা সেখানের সাধারণ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এ দেশে সেটা হতে দেওয়া হবে না।

বিষয়: রাজনীতি

১১৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File