সাত জেলা নিয়ন্ত্রণে নিতে চায় জামায়াত

লিখেছেন লিখেছেন লাল সবুজ পতাকা ০৫ এপ্রিল, ২০১৩, ০১:০৮:২০ দুপুর

সরকারের সব কর্মকাণ্ড থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে কিছু এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা অাঁটছে জামায়াত-শিবির। বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী ও চট্টগ্রাম_ এই সাত জেলাকে টার্গেট করে সামর্থ্যের সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখানোর প্রস্তুতি নিয়েছে দলটি। এসব প্রস্তুতির মধ্যে রয়েছে পুলিশ, থানা, ফাঁড়ি, বিদ্যুৎ কেন্দ্র, প্রশাসনিক ভবনসহ সরকারি বিভিন্ন স্থাপনায় একযোগে সশস্ত্র হামলা। আর এই সশস্ত্র সন্ত্রাস চালানোর জন্য জেএমবি, হুজি, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্যদের মাঠে নামানো হয়েছে। এলাকার কর্তৃত্ব নিয়ে তারা নিজেদের শক্তি প্রদর্শন ছাড়াও দাবি আদায়ের চেষ্টা চালাবে দলটি।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলোর আত্দগোপনে থাকা জঙ্গিদের কাছে বিপুল পরিমাণ মজুদ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহৃত হয়েছে সহিংস সন্ত্রাসের ঘটনায়। জামায়াত-শিবিরের কয়েক হাজার ক্যাডারকে প্রশিক্ষণ দিয়েছে জঙ্গিরা। যুদ্ধাপরাধীর বিচার শুরু হওয়ার পর থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা এসব অস্ত্র ও গোলাবারুদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর একের পর এক আক্রমণ করে যাচ্ছে। ২৭ ফেব্রুয়ারির পর টানা সহিংস সন্ত্রাসের ঘটনায় সাত পুলিশকে হত্যা ও চার শতাধিক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আর কখনো ঘটেনি। জামায়াতের একটি সূত্র জানায়, দল নিষিদ্ধ হওয়ার ঝুঁকি বিবেচনায় রেখেই দলের নীতিনির্ধারকরা সম্ভাব্য কিছু বিকল্প কৌশল ঠিক করে রেখেছেন। তবে পরিস্থিতি যা-ই হোক, মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক দলের শীর্ষ স্থানীয় নেতাদের বাঁচাতে সামর্থ্যের সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখাতে নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা রয়েছে।

বিষয়: বিবিধ

১০৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File