শিবির ককটেল চার্জ করল ৫ তলায়, কত পাওয়ারফুল ককটেল ওরা বানাতে পারে!!!

লিখেছেন লিখেছেন সান জোসেপ ০৪ মার্চ, ২০১৩, ০২:৫০:৫৫ দুপুর



রাজধানীর মতিঝিলে হরতাল চলাকালীন সহিংসতায় গুলিবিদ্ধ হয়েছে নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকা এক স্কুলছাত্র।

আহতের নাম জুনায়েদুল হক তন্ময় (১৩)। পিতা শাহীনুল হক। বাসার ঠিকানা ১২৪, দক্ষিণ কমলাপুর, মতিঝিল। সে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

তন্ময়ের মা নূরজাহান আক্তার বাংলানিউজকে জানান, সোমবার সকাল ১১টার দিকে তার ছেলে বাসার পাঁচতলার বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ এলাকায় পুলিশ ঢোকে ও বিকট দুটি শব্দ শোনা যায়। আওয়াজের পর পর তন্ময় চিৎকার দিয়ে ওঠে এবং তার মুখ, ডান হাত ও গলা থেকে রক্ত বের হতে থাকে।

মা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমানও তাদের সঙ্গে ঢামেকে আসেন।

জামায়াত-শিবিরের ছোঁড়া ককটেলে তন্ময় আহত হয়েছে বলে জানান এসআই।

Click this link

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File