শাহাবাগ আন্দোলন যেভাবে মোকাবেলা করা যায়

লিখেছেন লিখেছেন সান জোসেপ ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:১৪:২৮ সকাল

শাহাবাগ আন্দোলনের উপর কিছু জরিপের ফলাফল দেখে মনে হয়েছে এ আন্দোলনের বিপক্ষেও হাজার হাজার ব্লগার আছেন। কিন্তু ওরা সঙ্ঘঠিত হতে পারছেনা। শাহাবাগ আন্দোলন একটি আবেগী-হুজুগে আন্দোলন। এর পিছনে কোন লজিক নেই, কেননা আন্দোলন দিয়ে আদালতের রায় হয়না, বিচার হয় না। আদালতে বিচার করতে গেলে সাক্ষী-প্রমান লাগে, সাক্ষী-প্রমান না থাকলে যতই আন্দোলন হোক বিচারক রায় দিবেন কিসের ভিত্তিতে। আদালতের রায় রাজনৈতিক সিদ্ধান্তে হয়না- এটা তরুণ প্রজন্মকে বুঝতে হবে।

শাহাবাগ আন্দোলন মোকাবেলা করা যাবে যদি এর বিকল্প আরেকটি যৌক্তিক আন্দোলন শুরু করা যায়। আমার মতে 'তত্তাবধায়ক সরকার ব্যবস্থা'র জন্য এরকম আরেকটি আন্দোলনের ডাক দেয়া দরকার, কেননে এটি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় যা কিনা আন্দোলন করেই আদায় করতে হবে। যেটি আওয়ামীলীগ বাদে সকল পেশাজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক-ছাত্র-জনতার দাবী। তত্তাবধায়ক সরকার ব্যবস্থায় আগামী ইলেকশান না হলে দেশ এক ভয়াবহ সঙ্কটে নিমজ্জিত হবে।

পল্টন স্কয়ার হতে পারে এক জন্য উপযুক্ত স্থান, অন্য কোন স্থানেও হতে পারে।

আসুন আমরা প্রস্তুতি নেই একটি 'ডেমক্রেসি স্কয়ার' তৈরীর। কোন জায়গায় হলে ভাল হয় ব্লগাররা মত দিন। যৌক্তিক ও আন ইমোশানাল মন্তব্যকে স্বাগত জানানো হবে।

বিষয়: রাজনীতি

১৫১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File