শাহাবাগের নাস্তিক ব্লগারদের আর্তচিৎকার এবং একটি নিষ্ফল প্রপাগান্ডা
লিখেছেন লিখেছেন এমআরআই ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৫:২৫ সন্ধ্যা
শাহাবাগের নাস্তিক ব্লগাররা মিটিং ছিটিং করে বাংলাদেশের জনগনের আবেগকে পুঁজি করার জন্য যখন আর্তচিৎকার এবং প্রপাগান্ডা করে বললেন শহীদ মিনার হামলা হয়েছে, জাতীয় পতাকা পুড়িয়েছে ঠিক তখনই আওয়ামীলীগের চ্যানেলগুলির ব্রেকিং নিউজে একই কথা বার বার আসা শুরু করল। কিন্তু বিধি ভাম নিষ্ফল হলো নাস্তিক ও আওয়ামীলীগের আর্তচিৎকার। দেশের বিভিন্ন জায়গায় শহীদ মিনারের উপর নর্তুকি নাচ নেচে অপবিত্র করা হয়েছিল, অপবিত্র জিনিসপত্র পুড়িয়ে দিয়ে মুসলমানেরা সেটা পবিত্র করেছে। আর একটা কথা বলা দরকার দেশের ডানপন্থি পত্রিকাগুলোতে নাস্তিক, মুরতাদ ও ছাত্রলীগের সন্ত্রাসী খুনিরা যখন আগুন দেয়া, ভাংচুর ও লুটপাট শুরু করল তখন আ.লীগের চ্যানেলগুলি নির্বিকার ছিল, কিন্তু বর্তমানে তারা সোচ্চার। রাষ্ট্র বিজ্ঞানীদের পরিভাষায় শান্তি ও ত্রাসের ভারসাম্য ট্রপিক্সে সূরে সুর মিলিয়ে বলতে হয় আক্রমন করলে-প্রতিআক্রমের স্বাদ গ্রহনের জন্য প্রস্তুত থাকো। ইংরেজিতে যেটিকে বলা হয় Treat for Tat.
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন