তবুও ঘুম ভাঙবে কি (?)
লিখেছেন লিখেছেন এমআরআই ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৪:৪৪ সকাল
শাহবাগের নাটকটি যে রাষ্ট্রীয় লজিস্টিক সাপোর্ট এবং আওয়ামীলীগের চক্রান্ত সেটি বোধ হয় আর বুঝতে কারো বাকী নেই। কিন্তু বিএনপি এখনো বুঝেনি। যাক সে কথা না বুঝলেও হয়ত: তাদের কিছু এসে যায় না। তবে তত্ত্বাবধায়ক ইস্যুটিকে আওয়ামীলীগ জনগনের কাছ থেকে যে আড়াল করতে পেরেছে তাতেই আওয়ামীলীগের সার্থকতা। জামায়াতের সঙ্গে আওয়ামীগের আতাতের কথা বলে বিএনপি যে জিকির শুরু করেছে এতেও আওয়ামীলীগেরই + পয়েন্ট। জনগন বিএনপির কথা খুব একটা আমলে নিচ্ছে না। সম্ভবত আরো একবার বিএনপি আওয়ামীলীগের কৌশলের কাছে হেরে গেল। এই ইস্যুকে যদি আওয়ামীলীগ ২-৩ মাস কাজে লাগাতে পারে তবে বিএনপি কুপোকাত। তরিকুল সাহেবরা নিরীহ কর্মসূচীর পর হয়ত: বরফ গলা কর্মসূচি জারী করবেন। আর তিনি বলেছিলেন সমুদ্র থেকে এক বালতি পানি নিলে তাতে কিছুই হবে না। আরে সাহেব সমুদ্রই যদি থাকে শুকনো তবে পানি নেবারতো প্রশ্নই ওঠেনা। বিএনপির মান্নান সাহেবও একই কথা বলেছিলেন মনে আছে নিশ্চয়ই। আর মহা সচিব মান্নান সাহেব বিএনপির যে ক্ষত সৃষ্টি করেছেন তা এখনো বয়ে বেড়াচ্ছেন আপনারা। সবশেষে তরুন সমাজের কাছে আরজি জানিয়ে কবিতার দু’টি লাইন দিয়ে শেষ করছি-
ওরে নবীন,
ওরে আমার কাচা,
আধ মরাদের
ঘা দিয়ে তুই বাঁচা।
বিষয়: বিবিধ
১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন