বিচার (মানবতা বিরোধী) নিয়ে আমি যা বুঝি না
লিখেছেন লিখেছেন ডা মো মাহাবুব হাসান ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫০:৫৭ সকাল
যুদ্দ অপরাধীর বিচার কেন মানবতা বিরোধী বিচারে পরিণত হল? স্বধীনতার পর বিচার না করে এখন কেন করা হচ্ছ? তাহলে তৎকালীন সরকার কি ব্যার্থ হয়েছিল না বাংলার মহান নেতা প্রতিষ্ঠাতা রাষ্টপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ক্ষমা করেছিলেন? সেই সব নির্মম হত্যাকান্ড ও নির্যতনকে কেন তিনি ক্ষমা করলেন? শুধু কি বিরোধী দলই যুদ্ধপরাধী? মাত্র কেয়েকজন মিলে এত অপরাধ করলেন? না কি কোন দুরভিসন্ধি নিয়ে বিরোধী দল দমন চলছে? বামরা কেন ইসলামী দল নিষদ্ধ করতে চায়? বামদের কেন জামাতে ইসলামী নিয়ে এত সমস্যা? তাহলে কি কেবল জমাত না থাকলে তারা বাংলায় বাম সহজেই চালু করতে পারবেন? কোন মুসলিম দেশে কি বাম রাজ্য কায়েম হয়েছে? সরকারী দলের বিচার আর বিরোধীদের প্রহসন কবে শেষ হবে? আমরা অবলা জনগন শান্তি চাই, কর্মসংস্থান চাই, নিরপত্তা চাই, শৃঙ্খলা চাই, ভালভাবে বাঁচতে চাই কোনদিন পাব কি? সুষ্ঠ বিচার বাংলাদেশে হয় বা হবে কি?
বিষয়: বিবিধ
১৪৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন