আমি কিছু দেখি নি!

লিখেছেন লিখেছেন অন্ধকার আকাশ ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫০:২৬ সকাল

আমি দেখিনি '৭৫ এর বাকশাল এর কাকাতুয়া।

শুনেছি আর পড়েছি বাকশালের চরম হীনমন্যতার নষ্ট রুপ!

তারপরও বুঝিনি বাস্তব চিত্র কেমন হয়?

এটা কি আসলেই ছিল কাল সময় নাকি মুখের ভুলি! যা শুনতাম?

কিন্তু আজ দেখছি আমার চর্ম চোখের দৃষ্টিতে, বিবেকের মান দণ্ডে।

বাকশাল দেশে তৈরি করেছিল এক চরম নারকীয় শাসন পুরিতে যা সকল মতের চোখে ছিল অপরিচিত কোন গ্রহ।অত্যাচার আর জুলুমের ত্রাস কায়েম করে জান-মালের চরম ক্ষতি আর সাংবাদিকতাকে কঙ্কাল সার করাই ছিল বাকশালের প্রধান এবং একমাত্র কাজ।

আজ আমার দেশের সার্বিক দিকে তাকালেই দেখি বাকশালের নারকীয় পাপিষ্ঠের আগ্রাসন।দেশে আজ বিচরণ করছে নতুন বাকশালিয় ভাইরাস! যারা '৭৫ এর বাস্তববতা আমার মত তরুণদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।

আপনি সাংবাদিক! কিছু লিখতে পারবেন না! আমি যা বলব তাই লিখবেন! এমন সব নিয়ম চলছে বর্তমান দেশের মিডিয়ার উপর।

কিছু লিখবেন তো আপনার নামে রাষ্ট্রদ্রোহ মামলা ফ্রি।

আপনার পত্রিকার জন্ম ইতিহাস কবর দিয়ে দিবে।

আপনার আগ্রজ আর অনুজ কেউ রক্ষা পাবেনা তাদের হাত থেকে।

তবে!

তবে!

আপনি বাঁচতে পারেন, যদি হলুদ লিখা চালিয়ে যান আপনার কাগজে।

মানে আপনি কিছু দেখেন নি এমন ভাব নিয়া লিখতে হবে তাহলে আর আপনার কোন সমস্যা নাই।

মামলার ভয় নায়!

বন্দিত্তের ভয় নায়।

বরং আপনাকে মাথায় তুলে নাচাবে যেমন নাচছে আমরা দেখছি।

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File