আশংকা

লিখেছেন লিখেছেন অন্ধকার আকাশ ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৪:২০ রাত

শুনা যাচ্ছে অতি তাড়াতাড়ি আল্লামা সাঈদির ফাঁসির রায় দিয়ে দেবে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল।

আমি আশংকা করি দেশের কি পরিস্থিতি হবে? আল্লামা সাঈদির মত নিরপরাধীকে বিচার করে আওয়ামীলীগ নিজেদের কি ক্ষতির দিকে থেকে দিচ্ছে? এই রায় হলে দেশে গৃহ যুদ্ধ বাঁধার সর্ব সম্ভাবনা।

আল্লামা সাঈদিকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে দেশকে চরম অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে সরকার।

যার কোন অপরাধ প্রমান করতে পারে নায় এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল সেখানে তার বিরুধে রায় দেয়া হল চরম সিমা লঙ্গন। ধর্ম প্রাচার কে অপরাধ মনে করে যদি ট্রাইব্যুনাল রায় দিয়ে থাকে তাহলে বাংলার জমিন আর শান্তি থাকবেনা।

সরকার নিজের বিপদ নিজে ডেকে আনছে।

যিনি আল্লার জাতের কসম করে বলেন ৭১ সালের কোন কাদা তার গায়ে লাগেনা, সংসদে দাঁড়িয়ে যিনি চ্যালেঞ্জ করেছে তার বিচার কিভাবে হয় আমি বুঝিনা।

নাস্তিকরা সাবধান হয়ে চল।

ইসলাম বিরুধিরা বিজয়ী হবেনা কারন মনে রাখতে হবে যে তোমরা যে ষড়যন্ত্র করনা কেন সবচেয়ে বড় পরিকল্পনাকারি হচ্ছেন মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিন।

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File