সাদা কাগজ

লিখেছেন লিখেছেন অন্ধকার আকাশ ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১৭:০৭ রাত

এক বড় ভাই জার্মানিতে চাকরীর করার সুবাধে অবস্থান করছেন জার্মানি। একদিন উনার বস তার কাছে জানতে চাইলেন সামান্য একতা ব্যাপার নিয়ে তোমার দেশে এত হইচই কেন? ভাইয়ের উত্তর শুনে বস তার অন্ধ চক্ষুতে আলো দেখলেন! তার উত্তরটা ছিল ঠিক এমন যে শাহবাগের তরুণ জনতা আজ জেগেছে মহান মুক্তিযুদ্ধের সময় অপরাধীদের প্রাপ্য শাস্তি দিতে। তবে এই আন্ধলন সম্পূর্ণ রাজনৈতিক প্রভাব মুক্ত! তাই দেশের সকল নাগরিক ও একাত্ত হলেন এই দাবিতে।

ভাল লাগল ভাইয়ের চেষ্টাতে, হিটলারের দেশের মানুষ অন্তত জানতে পারল কেন এই শাহবাগ।

কিন্তু!

আমি নিজেও একজন তরুণ, যাকে বলা যায় টগবগে। আমিও চাই মহান মুক্তিযুদ্ধে যারা আমার প্রিয় জন্মভূমিতে পাপ করেছে তার ন্যায্য শাস্তি পাক। বড় ভাইকে বলতে চাই যে আপনি হয়ত জানেন না এই আন্দলনই কি শেষ পর্যন্ত তার আসল পথে অবিচল আছে কিনা, অরাজনৈতিক মঞ্চ আছে নাকি?

যেখানে আমার মত তরুণ ব্লগার শুরু করেছিল সকল অপরাধীর বিচার দাবি করে সেখানে আজ সরকার দলিয় বাবুরা কি করে মাইক নিতে আসে?

ছাত্রলীগের মত ছাত্র সন্ত্রাসীর দল কেমন করে মঞ্চের চারদিক দখল করে রাখে?এই মঞ্চ কি তার রাজনিতিমুক্ত সাদা জামায় কালা দাগ মুক্ত রাখতে পেরেছে? তাহলে কি ধরে নিব এই আন্দলন আওয়ামীলীগের চালাকির আরেকটা চাল? বড় ভাইকে প্রশ্ন করলাম।উত্তরের আশায় থাকলাম।

বিষয়: রাজনীতি

১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File