╰☆╮ ভাল লাগার দিনগুলি ╰☆╮

লিখেছেন লিখেছেন অন্ধকার আকাশ ১৫ এপ্রিল, ২০১৩, ০৫:৪৩:২৪ সকাল

চোখ রাখলাম জানালার বাইরে!

কিছু নির্মল সময়ের অপচয় করার প্রত্যয় নিয়ে!

ভাবলেশ হীন ২ চোখ, কিরণের আলোয় উদ্ভাসিত বসুন্ধরা। চারিদিকে একটা নতুন আমেজ বিরাজ করছে।

মানব মনে খুশির আভা! কেন?

কিছু সময় নিজেকে নিয়ে খুঁটি নাটি চেক করলাম।

পেলাম না কিছু!

তাহলে?

দিন পঞ্জিকা আর চলমান সময়ের দিকে মনোযোগ দিতেই পাওয়ার আনন্দে ২ চোখ নেচে উঠল।

পিছনের অনেকটা তুষার আর হিম বাতাসের মাস কেটে আজ আকাশে বাতাসে নতুন দিনের বারতা। চারদিকের উজ্জল হাঁসি দেখে আরও প্রকাশিত হল বিষয়টা।

সত্যি মনে হচ্ছে সামার (গ্রিস্ম) চলছে তার আপন পথে।

এটা দেখে আমার নয়ন ফিরে গেল সেই অতীতের ভাল লাগায়!

◥♀◤ ফ্লাশ ব্যাক◢♂◣

পিচ ঢালা রাস্তায় ঘর্মাক্ত শরীরে হেঁটে যাচ্ছি আর এটা ওটা নিয়ে করছি গলাবাজি।

পর মহুরতে চলছে চোখ রাঙ্গানি, আবার একই সমান্তরালে চলছে বাঙালি মিলন মেলার গান!

চলছি সামনের পথে আনন্দ ভাগা ভাগি করে নিতে।

গলা ফাটিয়ে চিৎকার দিচ্ছি নতুন করে, নাচের স্রোতে ভেসে চলেছি অনেক্ষন।

অনেক উত্তপ্ত গানের পর একটু নেতিয়ে পড়ার মত ক্লান্ত আর অবসাদে বসে পড়লাম গাছের নিচে।

শান্তি কি নেয়া যায়!!!!

বন্ধু নামের জ্বালাও পোড়াও আর অতি অত্যাচারী ক্ষতিকারক পদার্থ যেখানে আছে! অখানে সব মাটি!!!

হুম, যতটা ক্ষতিকারক, তার চেয়েও বেশি প্রতিষেধক বলেই তারা বন্ধু।

তাই তো ক্লান্ত আর অবসাদ গ্রস্থ শরীরটাকে টেনে হেঁচড়ে নিয়ে চললও সামনে রম রমা দিন দেখার জন্য।

ভুলার নয় এমন মহুরত।

কত গালি দেই শালাদের! তার পরও হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে সারা জিবন।

বৈশাখের এমন দিনে চলতো কত নাটক আর ফাজলামির মহড়া।

কত মজা আর ভাল লাগার টুকরো অনুভূতি।

সারা দিন ঘুরা ঘুরি আর আড্ডা বাজি, কেউ কিছু বলে না!

বলবে কেন?

আজ বাঁধ ভাঙ্গার ঢেউ আর হারিয়ের যাওয়ার আহবান।

মনের কোনে একটা গান" আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব"।

ভাল লাগতো সন্ধ্যা বেলার চরম আড্ডাটা।

যখন সূর্য মামা ঘুমাতে যেত, আমরা উঠতাম জেগে।

চলতো অনেক রাত পর্যন্ত। ভালো লাগার কথা আর ভালবাসার কথা বলে গল্প করতাম একে একে সবাই। কেটে যেতো সময় অজান্তে, জানতাম না।

কারো আবার ক্ষিদা লাগলেই হল- আর বাকি সবাই মিলে অত্যাচার শুরু করে পকেট কে নাস্তানাবুদ করা ছাড়া ছাড় নাই।

সবাই মিলে পেট পূজা।

ভালই ছিল জিবনটা। ভুলার নয়।

অনেক জন ছেলে এক সাথে থাকলে যা হয়!

কোনও রমণী দেখলে শুরু হয়ে যায় তার আপাদমস্তক গবেষণা!

ছাড় নাই!

একেই মনে হয় বলে বন্ধু আর ভালবাসা।

কত মজার সৃতি আর চেপটারে ভরা এই জিবন...

(★) প্রত্যাবর্তন(★)

চোখের কোনে কি যেন অতি আস্তে নেমে আসছে নিচের দিকে!

হাত দিয়ে অনুভব করলাম- এটা চোখের ই বর্ষণ।

বাইরের আনন্দে না!

আমার হারিয়ে যাওয়া ভাল লাগা আর ভালবাসার সৃতি গুলাকে রোমন্থন করতেই চোখ টা মেনে নিতে পারেনি।

ছেড়ে দিয়েছে সব।

এই জন্য মনে হয় বাইরের আর কিছু পরিষ্কার দেখা যায় না।

কাঁদলাম, অনেকক্ষণ কাঁদলাম।

হালকা হওয়ার চেষ্টা করলাম!

নিজেকে নিজে শান্ত করার চেষ্টা করলাম।

মনে হচ্ছে পারছি!

তবুও ............

আজ আমি দেশ থেক দূরে, অনেক দূরে।

জানি না কেমন আনন্দ করছে সবাই!

কিন্তু অনুভবের প্যাকেট থেকে বলতে পারি- বেশ ভাল আর বেশ সুখে তারা পালন করছে বাঙ্গালীর আনন্দ পহেলা বৈশাখ।

শুধু আমি জানালার পাশে বসে একা একা দিগন্ত দেখার চেষ্টা করছি মাত্র।

ভাল থাকিস তোরা সবাই...

অনেক সুখে থাকিস...

তোদের মত বন্ধু পেলাম বলেই আমি দূরে বসে তোদের কথা মনে করতে পারি।

তোদের সাথে একত্রে না হলেও পাশে আছি...

শুধু পান্তা আর ইলিশ নিয়ে বন্ধুত্যের মারা মারি হবে না।

সন্ধ্যা বেলা আড্ডা হবে না।

কোনও একজনকে ধরে পকেট ধোলাই হবে না.........

কি জানি! বাঙালি বলেই হইতো একটু বেশি আবেগি।

বিষয়: বিবিধ

১৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File