অসভ্য মিডিয়ার মিথ্যাচার-তৌহিদী জনতার জোয়ার থামাতে পারল না...!

লিখেছেন লিখেছেন হরবোলা ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪৩:৫১ বিকাল

এদেশের মানুষ দালাল মিডিয়ার সংবাদ বিশ্বাস করে না তা আবারও প্রমাণিত হলো। মিডিয়ার বল্গাহীন আলাপে ডুবে গেলে মানুষ আজ আল্লাহ ও তার রাসূলের সম্মান রক্ষায় রাস্তায় নেমে আসত না। ইসলামের জন্য এভাবে বিলিয়ে দিত না নিজের জীবন। এ মুহুর্তে শ্রদ্ধা জ্ঞাপন করছি ঝিনাইদহে শহীদ আমার ইমাম ভাইটির প্রতি।

আজ তৌহিদী জনতা, মিডিয়ার মিথ্যাবাদী সাংঘাতিকগুলো দেখে বিক্ষোভে ফেটে পড়ে। কিন্তু এতেও অকর্মা এসব মিডিয়ার বোধোদয় হয়নি। তারা এখনো বুঝতে পারেনি দেশপ্রেমিক জনতার মনের ভাষা। ওরা আজকের ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের ঈমান রক্ষার আন্দোলন নিয়ে ব্যঙ্গ করেছে।

আমার আহত ভাইদের জঙ্গী বলে অপপ্রচার চালাচ্ছে।

ওদের বলছি-আমার ভাইদের পবিত্র রক্ত নিয়ে ছেলেখেলা খেলার ধৃষ্টতা দেখিয় না। তোমাদের শত মিডিয়ার চেয়ে আমাদের এক বাশেঁরকেল্লার শক্তি কতটা বেশি তা কি বুঝতে পারছ? খেয়াল কর, মানুষ তোমাদের মিথ্যাবাদী হিসেবে হৃদয় থেকে ঘৃণা করে। এরপর করবে আঘাত।

তোমরা যদি মিথ্যাচার বন্ধ না কর তবে মানুষ তোমাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে।

আর শোনে রাখ, আমরা শাহবাগী নাস্তিক কথিত ব্লগারদের ফাঁসি ছাড়া ঘরে ফিরে যাব না। তোমরা মিডিয়াওয়ালারা চৌদ্ধগোষ্ঠী মিলে আমাদের টিকিটি পর্যন্ত ছিড়তে পারবে না। আগামীর বাংলাদেশ আমরাই গড়ব ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১১৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File