বামদের বলছি-পুলিশ পাহারায় ফ্রি খিচুরি খেয়ে বিপ্লব হয় না?

লিখেছেন লিখেছেন হরবোলা ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০২:৫৬ দুপুর

শাহবাগে যা হচ্ছে তাকে আওয়ামী, বাম ও মিডিয়ার যৌথ ক্যু বলব আমি। এখানে তরুণ প্রজন্মের একটি অসচেতন অংশের অংশগ্রহণ রয়েছে। তারা কখনোই পুরো বাংলাদেশের

তরুণদের প্রতিনিধিত্ব না। বামদের বুঝতে হবে, চারপাশে পুলিশ পাহাড়ায় বসে, ফ্রি খিচুরি খেয়ে জোর গলায় স্লোগান দিয়ে বিপ্লব হয় না। বিপ্লবের সত সাহস বামদের নেই।

শাহবাগের আন্দোলন আসেল একটি ডাইনামিক আওয়ামী ড্রামা। এ ড্রামা আওয়ামী লীগের জন্যই কাল হয়ে দাঁড়াবে। মানুষ প্রধানমন্ত্রীর বেয়াইসহ আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে থাকা শত শত রাজাকারকে ধরে এনে বিচার করবে।

তরুণদের বলছি, আওয়ামী মিডিয়ায় বিভ্রান্ত হবেন না। এ আন্দোলনকে আমরা ঘৃণা করি। বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধা ঘৃণা করেন।

একজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট এর মন্তব্য

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File