প্রজন্ম চত্বর
লিখেছেন লিখেছেন আড়াল থেকে ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২২:০৩ রাত
প্রজন্ম চত্বর থেকে দুটি বিষয় প্রতিষিঠত , একটি হল দেশের মানুষ যুদ্দাপরাধীদের বিচার চায়, এবং তাদের ফাঁসী চায় দ্বিতীয়টি হল বর্তমান আন্তর্জাতিক ট্র্রাইবুনাল থেকে কাদের মোল্লার বিরুদ্দে দেওয়া রায় তারা মানেন না এবং সেই রায় তারা প্রত্যাক্ষান করেছেন, আওয়ামীলীগ ও এ রায় প্রত্যাক্ষান করেছে এবং তারাও এ রায় মানেন না। সংগত কারনেই জামায়াতে ইসলামী এ রায় মানেন না এবং তারা ট্র্রাইবুনাল ভেঙ্গে দেওয়ার দাবী জানায়। তাহলে কোনও পক্ষই ট্র্রাইবুনাল থেকে দেওয়া রায় মানেন না। একই ধরনের অপরাধের জন্য যদি বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ হয় তাহলে কাদের মোল্লার বিরুদ্দে দেওয়া হলনা কেন/ এ প্রশ্ন এখন গোটা জাতির/ এর উত্তর মহাজোটের নেতারা সংসদে বলেছেন এবং বিষয়টি দিবালোকের মত পরিস্কার যে এই রায় টি একটি সমঝোতার রায়। সমঝোতার রায় কখনও ন্যায় বিচার হতে পারে না । এই বিচার এখন প্রহসনের বিচার এ পরিণত হয়েছে। আন্তর্জাতিক ট্র্রাইবুনালের গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যে বিতর্ক শুরু থেকে ছিল তা এখন পরিপূর্ণ ভাবে প্রমাণিত হল। আওয়ামীলীগ যে যুদ্দাপরাধীদের বিচার নিয়ে দলীয় এ্যাজেনডা বাস্তবায়ন করতে চেয়েছে তার প্রমান শাহবাগ চত্বরের গণজাগরণ। এবং এ সমঝোতার রায় এর ফলে আন্তর্জাতিক ট্র্রাইবুনাল তার গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা সম্পূর্ণ ভাবে হারাল। আওয়ামীলীগ নেতাদের প্রজন্ম চত্বর থেকে লাঞ্ছিত হয়ে ফিরে আসার অর্থ হচ্ছে নতুন প্রজন্ম এবং জনগণ আর আওয়ামীলীগকে বিশ্বাস করে না। শাহবাগ চত্বরের গণজাগরণ এখন শুধু যুদ্দাপরাধীদের বিচার নয়, সরকারের সকল অন্যায়, জুলুম, নির্যাতন, গুম হত্যা এবং দুর্নীতির বিরুদ্দে। আমরা চাই সমগ্র বাংলাদেশ মিলিত হোক শাহবাগ চত্বরে এ সমঝোতার রায়ের বিরুদ্দে ,যুদ্দাপরাধীদের ফাঁসীর দাবীতে, এবং সরকারের সকল অন্যায়, জুলুম, নির্যাতন, গুম হত্যা এবং দুর্নীতির বিরুদ্দে। গণজাগরণে মানুষের বিজয় সুনিশ্চিত।
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন