শাহবাগে শোকের মাতম চলছে। কিছুক্ষণ পরে জানাযা হবে-তারপর জামাত-শিবির নিধন শুরু হবে।

লিখেছেন লিখেছেন পুলসিরাত ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৪২:৪৩ বিকাল



বিগত ১০ দিন ধরে থাবা বাবাও তার অনুসারীদের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ এলাকা উত্তাল। এই উত্তালে যোগদান করতে গিয়ে অনেক মুসলমান ভাই পরপর দু-জুমার নামায পড়তে পারেনি। গতকাল থাবা বাবা নিহত হবার পর এই উত্তাল আরো বাড়তে থাকে। এখন চলছে শোকের মাতম। কিছুক্ষণ পরেই তার জানাযা হবে। যারা পরপর দু জুমার নামায পড়েনি তারাও জানাযায় অংশ গ্রহন করবে। তারপর জামাত-শিবির নিধনের শপথ পাঠ করবে। ইতিমধ্যে থাবার বাবার আসল পরিচয় পেলে অনেক আন্দোলনকারী লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছে না। সবাই এর জন্য সরকারকে দায়ী করছে।

http://banglanews24.com/detailsnews.php?nssl=4c079be140c0cc94e130eacdd517dea9&nttl=16022013174523

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File