হ্যামিলিয়ন এর এক গল্প বলবো আজ ।

লিখেছেন লিখেছেন রফছান খান ০৪ মার্চ, ২০১৩, ০৮:০৬:৩৪ সকাল

হ্যামিলিয়ন ইমরান সরকার । ছিল তার

এক আশ্চর্য চাদর । এই চাদর

গায়ে দিয়ে যা চাইত তাই পেতো সে ।

চাইল সাঈদি রাজাকারের ফাঁসি,

তামিল হয়ে গেল। বলল কাদের রাজাকারের ফাঁসি, তাও

হয়ে গেল

(প্রায়)। তারপর বলল ব্লগার রাজিবের

খুনিদের গ্রেপ্তার চাই ২ সপ্তার

মধ্যে। তার আগেই কাজ হয়ে গেল।

দেশের এই নতুন সরকারের সাথে একদিন এক শিশু

দেখা করতে এল । নাম তার মেঘ। এক বছর

আগে তাঁর

বাবা মা কে কে বা কারা নৃশংস

ভাবে জবাই করেছিল, তাঁর চোখের

সামনেই ! সাহারা আন্টি, আলমগীর

আঙ্কেল তাঁর

বাবা মা কে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এসেছে এতদিন

। তাই মেঘ হ্যামিলিয়ন ভাইয়ার

কাছে ছুটে এসেছে বাবা মা হত্যার

বিচার চাইতে। সে শুনেছে হ্যামিলিয়ন

ভাইয়া যে দাবীই তুলে সেই দাবীই

নাকি পুরন হয়ে যায় !

মেঘঃ হ্যামিলিয়ন ভাইয়া,তুমি একটু

আমার হয়ে আমার মা বাবা হত্যার

বিচার চাওনা। তোমাদের

পেছনে তো সারা দেশ আছে, তুমি শুধু

চাইলেই হবে !

হ্যামিলিয়নঃ খোকা, আমরা এখন ভূগোল

পরীক্ষা দিচ্ছি। তুমি এখন ইসলামিয়াত

পরীক্ষা দিতে বললে কেমনে হবে?

মেঘঃ কিসের পরীক্ষা, বুঝলাম

না ভাইয়া !

হ্যামিলিয়নঃ আরে এখন আমরা ৭১ এর

গনহত্যার বিচার চাইতেছি। অন্যকারো হত্যার বিচার

চাওয়া এখন সম্ভব না !

মেঘঃ কিন্ত ভাইয়া, তোমরা তো রাজিব

ভাইয়া হত্যার বিচার চেয়েও

আল্টিমেটাম দিয়েছিলে । রাজিব

ভাইয়া তো আর ১৯৭১ এ মারা যায় নাই ?

হ্যামিলিয়নঃ অফ যা ছাগুর বাচ্চা !(বিড়বিড় করে)

মেঘঃ কি বললা ভাইয়া?

হ্যামিলিয়নঃ বললাম তুমি কিউট

বাচ্চা ! দেশের ছাগু গুলাই

বুঝতেছেনা তুমি কি বুঝবা ! কিন্তু

তোমার হাতে কি ওটা?

মেঘঃ ওহ ! এটা একটা লিস্ট।

আপনার সাথে দেখা করতে আসব

জেনে বিশ্বজিতের মা এটা দিয়েছিল।

পরে অনেকেই অনেক কিছু

লিখে দিয়েছে। আপনি এটা রাখেন

ভাইয়া, আপনার ভূগোল পরীক্ষা শেষ

হলে এটা পইড়েন। লিস্টটা হাতে নিয়ে খুলল সরকার

সাহেব -

০১. বিশ্বজিত হ্ত্যার বিচার চাই

০২. শেয়ার বাজার ধ্বংস

করে যারা লাখ লাখ

মানুষকে পথে বসিয়েছে তাদের বিচার চাই

০৩. হলমার্ক কেলেঙ্কারির বিচার চাই

০৪. পদ্মা সেতু দূর্নীতির বিচার চাই

০৫. ডেস্টিনির অপকর্মের বিচার চাই

০৬. আওয়ামীলীগেরদের লালিত

রাজাকারদেরও বিচার চাই

০৭. রেল কেলেংকারীর

কালো বিড়ালের

বিচার চাই

হ্যামিলিয়নঃ সব ছাগুর দল! (বিড়বিড়

করে)

মেঘঃ আচ্ছা ভাইয়া আপনাদের ভূগোল

পরীক্ষা শেষ হবে কবে ?

হ্যামিলিয়নঃ ইলেকশন নাগাদ !

মানে এই ধর আর আট নয় মাস! তারপরই তোমার

বাবা মা হত্যার বিচার চাইব

তুমি টেনশন নিয়োনা। বাসায় গিয়ে লেগোসেট

দিয়ে খেলো যাও !

আমার আবার আম্রিকা থেকে ফোন আসছে,

তোমার জয় ভাইয়া...... ওইত্তেরি .... জয়

বাংলা ! মেঘ ফিরে এল খালি হাতে । ছোট্ট

মাথায় একটা জটিল হিসাব

মিলছেইনা । ৪৮ ঘন্টা সমান যদি ৩৮৬

দিন হয়, তাহলে ৯ মাস সমান কত দিন

হবে ? ! ?

ফেচবূক থেকে সংগৃহীত

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File