সবার দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন লিখেছেন ব্লগার ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:০০:১৩ সন্ধ্যা

নতুন পুরাতন সকল ব্লগার ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করছি

শুভ সন্ধ্যা। কেমন আছেনসবাই?

আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই খুব ভালো আছেন।

আমরা কয়েকজন বাঙ্গালী মিলে একটা ব্লগ প্লাটফর্ম তৈরি করেছি...ব্লগটা নতুন, তাই লেখক খুবই কম।

তবে আমাদের সাধ্যে যা পেরেছি তাতে আমরা একে যথেষ্ট সুন্দর ও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেছি।

ব্লগটায় আমরা মোবাইল এবং কম্পিউটারের জন্য আলাদা আলাদা সংস্করন করেছি যাতে উভয় প্লাটফর্ম থেকে সবাই সহজে ব্লগিং করতে পারেন...

ব্লগ লিঙ্কঃ সাতকাহন ব্লগ

এখন আপনাদের কাছে একটা অনুরোধ হলো আপনারা এখানে জয়েন করে আমাদের ব্লগিং সাইটকে আরো প্রানচঞ্চল করে তোলবেন।

আশা করি আপনারা সবাই আমার এই অনুরোধটি রাখবেন। সবাইকে একই প্লাটফর্মে পেলে ব্লগিং করে আনন্দ পাওয়া যায়।

এখানে সবাই একে অপরের ভাই/বন্ধুর মতো...সবার সহযোগিতায় একসময় জনপ্রিয় হবে আমাদের সাতকাহন।

আশা করবো আপনাদের সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে আমাদের সাতকাহন...

ব্লগটা আমাদের কারো ব্যক্তিগত সম্পদ না, এটা আপনার, আমার, সবার। তাই আপনাদের সকলের সহযোগিতায় কাম্য...

বিষয়: সাহিত্য

১০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File