দায়িত্বপালনের তাগিদ
লিখেছেন লিখেছেন আবু সাবিত ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:১৮:২৬ দুপুর
চাকুরী, ব্যবসা বানিজ্য করে রোজগার করে খাওয়া ছেলেমেয়ের লেখাপড়া চিকিৎস্যা মা-বাপ ভাই-বোন নিয়ে সবাই ভাল থাকতে চেষ্টা করছে। কেউ সফল হয়ে ভাল আছে। কেউ নানান দু:খ কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকে রোগ যন্ত্রনায় কাতরাচ্ছেন চিকিৎস্যার টাকা নেই। কেউ কেউ অজান্তে চলে যাচ্ছেন দুনিয়া ছেড়ে। এমন এক দেশের ক্ষমতায় আছেন যারা তাদের উচিত অসহায় মানুষদের সহযোগীতার চেষ্টা করা। কিন্তু কি হলো বাংলাদেশের শাসকদের। তারা দেখি যন্ত্রনার উপর যন্ত্রনা অর্তাৎ কাটা গায়ে লবনের চিটা দিয়ে দুর্ভোগ বাড়ানোর তালে আছেন। সত্যিই যদি এই ভাবনা থাকে তা পরিহার করে জনগনের সেবায় এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি।
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন