মজলুমের আহাজারি
লিখেছেন লিখেছেন আবু সাবিত ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৩:২৪ দুপুর
আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে
স্মৃতি চিহ্ন ধাক্কা দিবে তোমার অন্তরে
নির্যাতন চলিয়েছিলে আমার উপরে
শক্তির দাপটে তোমার অন্তরে
একটুও অনুকম্পা আসেনি কখনো
আজও তোমার গুলি বারুদের হুংকার
প্রমান করেছে রাজ্যে তোমার অহংকার।
ধ্বংস হউক তোমার সব বাসনা
বাংলার আকাশে আল্লাহর নিশানা।
শহীদের রক্ত বৃথা যেতে পারে না
বিষয়: বিবিধ
১৩২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন