সত্য পথে চলি

লিখেছেন লিখেছেন আবু সাবিত ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:০৮:০৭ বিকাল



দুনিয়াতে সত্য মিথ্যার দ্বন্দ সংগাত চলছে। দুনিয়া ধ্বংস হওয়া পর্যন্ত চলবে। ইতিহাসের পাতা খুললে দেখা যায় যারা মিথ্যা,ষড়যন্ত্র,ঘৃনা,সন্ত্রাসের আশ্রয় নিয়ে সত্যকে ডেকে রাখতে চেয়েছেন তারা পরাজিত হয়েছেন। এখনো তারাই পরাজিত হচ্ছেন ভবিষ্যতেও হবেন। সত্য চর্চা করলে দুনিয়াতে ভাল ফল পাওয়া যায় আখেরাতেও পাবার আশা থাকে। প্রতিপক্ষকে নির্মুল করার প্রতিহিংসায় সাময়িক আনন্দ পাওয়া যায় কিন্তু ঝুঁকি থেকে যায়। নিজকে যে কোন সময় বিপদের মুখোমুথি দাঁড়াতে হতে পারে। অনেকে ঘর থেকে আল্লাহর উপর ভরসা করে বের হন কিছু ছদকাও দেন যেন পথ চলা সহজ হয়, নিরাপদে ঘরে ফিরে আসা যায়। মা-বাপ মরে গেলে তাদের রুহের শান্তির আশায় অনেকে দান খয়রাত করেন। আবার রাস্তাঘাটে ভিক্ষা চাইলে ফকির পেটানোর অভ্যাস আছে অনেকের। বদঅভ্যাস ত্যাগ করতে সময় লাগে। কিছু সত্য কথা বললে অনেক বদমেজাজীকেও আমাদের সমাজের মানুষ সমর্থন করে। পুরাপুরি সত্য কথা বললে জনগনের সমর্থন সহজে পাওয়া যায়। আসুন সকলে মিলেমিশে সত্য পথে চলি।

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File