পড়লে উপকৃত হতে পারেন

লিখেছেন লিখেছেন আবু সাবিত ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১৪:০৭ সন্ধ্যা



ডা: প্রসাদ বন্দোপাধ্যায় (কলকাতা) রচিত ’অব্যর্থ ঔষধ ‘ শীর্ষক বই থেকে সংগৃহীত স্বাস্থ্য সম্পর্কিত কিছু বিষয় আপনাদের খেদমতে উল্লেখ করলাম।

• মাছ ও গোশতের সাথে দুধ খেলে রক্ত দুষিত হয়।

• গোশত খেয়ে ক্ষীর বা দুধ খেলে পেটে অস্বস্তি বা মাথাধরা হতে পারে।

• মাছ,গোশত,দুধ,মধু,মুলা একসাথে খেলে বধিরতা, কম্পন, বাকশক্তিরোধ প্রভৃতি রোধ হতে পারে।

• গরম চায়ের সাথে মিষ্টি খেলে পেটে গ্যাস হতে পারে।

• দুধের সাথে লবন খেলে কুষ্ঠরোগ হতে পারে।

• উপবাসের পর বেলের শরবত খেলে পেটে ব্যাথা হতে পারে।

• খালি পেটে ডাবের পানি খেতে নেই।

• কলার সংগে গুড় বা চিনি খেলে ক্রিমি হয়।

• ফল খাওয়ার পর পানি খেতে নেই।

• রাতে তিতা তরকারী খেতে নেই।

• খালি পেটে তাল খেয়ে বেল খেলে অম্লশূল হয়।

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File