নারী নির্যাতনের নতুন অধ্যায়।

লিখেছেন লিখেছেন ধ্রুব তারু ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩৭:৪০ রাত

আগের কালের সমাজটা যদিও অনেক পরিবর্তন হয়েছে তবুও নারী নির্যাতনের ব্যাপারটা এখনো প্রচলিত আছে।আগে নারী নির্যাতন হতো লোক চক্ষুর আড়ালে আর এখন নারী নির্যাতন হয় সকলের সামনেই ।এখন তো সমাজ সেবকদের প্রায় বলতে শোনা যায় যে সমাজের ব্যাপক উন্নয়নের মতো নারী নির্যাতনও হ্রাস পেয়ছে! সত্যিই কি তাই? যদি এমনটাই হতো তবে তরুণদের কষ্ট করে কলম ধরতে হতো না। একটু সুক্ষ দৃষ্টি দিলে প্রমাণ হয়ে যায় যে নারী নির্যাতন আগের চেয়ে অনেক গুন বেশি বেড়েছে। এখনো পর্যায় ক্রমিক ধারায় বয়োবৃদ্ধির সাথে সাথে মেয়েরা প্রতিটি ধাপেই কোন না কোন ভাবে নির্যাতনের শিকার হচ্ছে।যদি পরিবারের কথা বলি তবে হয়ত সবাই একমত হবেন না। বাবা-মা মেয়ে ক আদর করে না বা যত্ন করেনা এসব বলে বাবা-মাদের ছোট করার কোন অধিকার আমাদের নেই তবে এটা সত্যি যে তারা তাদের মেয়ে সন্তানটিকে প্রতি পদে পদে বুঝানোর চেষ্টা করেন যে সে কন্যা সন্তান!আর এরই ফলোশ্রুতিতে কন্যা সন্তানটি স্বাভাবিকভাবে বড় হতে পারেনা। তাদের মধ্যে হীনমন্যতা সৃষ্টি হয়। বাবা-মা ই যে কেবল এর জন্য দায়ী ব্যাপারটা এমন নয়,আসলে পুরো সমাজই এর জন্য দায়ী। রাস্তায় যখন কোন মেয়ের সাথে অভদ্রতা করা হয় অধিকাংশ ক্ষেত্রে মেয়েরা চুপ করে থাকে আর পুরুষ সমাজ এতে প্রশ্রয় পায়।আর মনে করুন যদি কোন মেয়ে সোচ্চার হয় এই অভদ্রতার বিরুদ্ধে তখন পুরুষ সমাজ সমস্ত শক্তি এক করে হলেও সেই মেয়েকে চুপ করিয়ে দেয়!!!।এটা খুব প্রচলিত নিয়ম!!!

সমাজটাকে পরিবর্তন করতে হলে ইসলামের সঠিক অনুশাসন খুব প্রয়োজন এখন। কেবল ইসলামই পারবে এই সমাজ থেকে নারী নির্যাতন মুছতে।অনেকে বলে থাকেন মুসলিম পরিবারেই নারী নির্যাতন বেশি হয়।আসলে কি তাই? যদি এমনটাও ভেবে থাকেন তবে জেনে রাখুন ইসলামের প্রকৃত অনুশাসন আছে কুরআন,হাদিস,ইজমা,কিয়াসের মধ্যে।কোন পরিবার,ব্যক্তি,গোষ্ঠী দেখে ইসলামকে পরিমাপ করা মূর্খতাই নামান্তর।আসুন ইসলামের রঙ্গে রঙ্গিন হয়ে সমাজ থেকে নারী নির্যাতনের মুল উৎপতন করি...

বিষয়: বিবিধ

৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File