"একজন বঙ্গবীর"

লিখেছেন লিখেছেন খোলামেলা ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫৭:৪৬ দুপুর

মুক্তিযুদ্ধ দেখিনি, তবে তা নিয়ে অনেক নাটক দেখেছি, নাট্যকারদের চরম প্রতিভা দেখেছি, বিভ্রান্ত হয়েছি, আহত হয়েছি, নিজেকেই নিজে বার বার প্রশ্ন করেছি আসলে মুক্তিযুদ্ধ টা কি?? আজ আমার সামনেই একটা যুদ্ধ হচ্ছে! আমি স্পষ্ট চোখে রাজাকারদের কর্মকাণ্ড দেখতে পারছি, দেখতে পারছি কিভাবে আমার দেশের ভাইদের কে ভারতীয় পশুরা নির্যাতন করে মারছে, আমি দেখতে পারছি সেই ক্ষেত্রে রাজাকারদের আন্তরিক অবদান! তাদের আখের গোছানোর প্রতিযোগিতা! আমাকে সইতে হচ্ছে আমার দেশের সূর্য সন্তানদেরকে হারানোর বেদনা। আমাকে সইতে হচ্ছে মা বোন দের অপমানের বেদনা! আমি মুক্তিযোদ্ধাদেরকে ও দেখছি, যারা লাঠি হাতে পুলিশ এর গুলির কাছে জর্জরিত হচ্ছে কিন্ত তবুও তাদের দৃষ্টি থাকছে সামনের দিকে। আমি সেই সব মুক্তিযোদ্ধাকে দেখতে পারছি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ফেরি না করে ইনসাফের কথা বলছে! যারা সত্যিকারের সাহসী, সত্যিকারের দেশপ্রেমিক!

কষ্ট হলেও আজ আমি ধন্য! কারন আমি যুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি। যেই যুদ্ধের ব্যাপারে আর কেউ কোনদিন আমাকে বিভ্রান্ত করতে পারবেনা!! কোনদিন না!!!!!

বিষয়: বিবিধ

১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File