মৃত্যুর পর হিমু ______________!!!!
লিখেছেন লিখেছেন খোলামেলা ২৪ জুলাই, ২০১৩, ০৪:৫১:১২ বিকাল
_তোমার মৃত্যু ধাক্কা টা হঠাত আমাকে ঝাঁকিয়ে তুলল, এটো অল্পতেই আমি এলোমেলো হইনা বলেই নিজেকে গুছিয়ে নিলাম। আমার ভিতর কোন দীর্ঘ শ্বাস আমি জমতে দেখিনি, চোখ থেকে এক ফোঁটা অশ্রু ও পড়েনি।
কঠিন মুখ করে আমি আমার পথেই বেরিয়ে পরলাম, কড়া রোদের সাথে নিজের সংযোগ ঘটালাম, হাঁটলাম ঢাকার বেস্ত অনেকটা পথ.........
কিন্তু আবার সেই একই ঝামেলা, তোমার বিয়োগ বেথা টা নতুন করে আমার পথ আগলে ধরল! আমি এড়িয়ে যাওয়ার ভান করে পাশ কেটে গেলাম, কিছু দূর যাওয়ার পর আবার থামতে হল। দুঃখটা এবার একপাশ থেকে নয় বরং চারপাশ পাশ থেকে আমাকে ঘিরে ধরল, প্রচণ্ড ধাক্কায় আমাকে টলিয়ে দিতে চাইল, আমি স্থির পায়ে দাঁড়িয়ে পড়লাম!
কষ্ট নামক কঠিন জিনিস টা সহ্য করার ক্ষমতা তুমিই আমাকে শিখিয়েছ। তাই আমি জানতাম এই কষ্ট টা কিছুক্ষন হয়তো আমার পথ আগলে রাখবে কিন্তু আমাকে এলোমেলো করতে পারবেনা। আমার বিশ্বাস ছিল আমি এই সময় টা থেকে খুব ভালো ভাবেই বের হতে পারবো।
আমাকে পারতেই হবে!
আমার হাতে অনেক কাজ, পুরো শহর টা হাঁটতে হবে।
অনেকদিন ধরে রাতের ঢাকা দেখা হয়না, সেটাও দেখে নিতে হবে। ঢাকা শেষ করেই বেরিয়ে পড়তে হবে বাহিরের শহরগুলো তে......
আমাকে বেঁধে রাখার মতো একজন ই ছিল, তিনি এখন আর নেই, আমারও পিছুটান নেই! আমি এখন বাংলার সবগুলি শহরে হাঁটবো! রাতের জোস্নার সাথে সাথে আরেকটি জিনিস খুঁজে বেড়াবো, তোমার প্রতি পুরো বাংলার মানুষের ভালবাসা কতটুকু তা আমি খুঁজে দেখবো।
ক্ষতি কি?
ঢাকার হিমু এখন বাংলার হিমু হয়ে সমস্ত বাংলায় ঘুরে বেড়াবে,
জোস্না, আর রোদের সাথে সে এখন আরেকটি জিনিস খুঁজবে......
যা সে আর কোনোদিন খুজেনি.....................!!!!!
বিষয়: বিবিধ
৯১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন