আসুন নারীদের প্রাপ্য সন্মান দেই
লিখেছেন লিখেছেন মায়াবিনী ০৮ মার্চ, ২০১৩, ০৩:২৫:৩০ রাত
নারীঃ
সন্মানিত একদল অনুপ্রেরণাকারী।
যত শ্রদ্ধা আর সন্মানের সহিত তাদের সাথে আচরণ করবেন আপনি জ্যামিতিকগারে সন্মান আর শ্রদ্ধা পাবেন।আবেগী কথা লিখিনী বাস্তব ক্ষুদ্র অভিঞ্জতা যা স্মৃতি ধারণ করেছি।
৯০ বছরের এক বৃদ্ধা যিনি নিজ হাত দিয়ে খেতে পারেন না
গোসল করিয়ে দিতে হয়
শুধু কষ্ট করে হাত ধরে বারান্দায় বসাতে হয়
তিনি কিছুক্ষণ পর পর পাশের ঘরে বিছানার শুয়ে থাকা বৃদ্ধার খোঁজ নেন।একবার তাকে জিঞ্জাস করলাম আচ্ছা আপনি নিজেই নড়তে পারেন না কেন বার বার তার খোঁজ নেন কেন...
তার উত্তর ছিল
" আমি যদি আমার স্ত্রীর দ্বায়িত্ব সঠিকভাবে পালন না করি তাহলে কিয়ামতে দিন আল্লাহ কাছে হিসাব কিভাবে দিব।"
কিন্তু বৃদ্ধার অসুস্থতা যখন তাকে অস্থির নিঘুর্ম আর দোয়ার হাত দেখি তখন মনে হয় এটায় শ্রদ্ধা আর সন্মান যেখানে ভালবাসা লুকিয়ে থাকে।
আর ঐ বৃদ্ধার কথা কি বলব তার বয়সের কারণে স্মৃতি শক্তি কমে যাওয়া ভুলে যান একবার তাকে খুব মজাদার পিঠা বানিয়ে খেতে দেওয়া হল
তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন
"তোমার দাদা এটা খুব পছন্দ করে আগে তাকে একটা দিয়ে আস তারপর আমি খাব"।
বৃদ্ধ লোকটি তখন দুনিয়াতে ছিলেন না কিন্তু এত গভীর শ্রদ্ধা আর সন্মান লুকিয়ে ছিল বৃদ্ধার অন্তরে যে অনেক স্মৃতি ভুলে গেলেও প্রিয় ব্যক্তির পছন্দ কথা কিছুতেই ভুলাতে পারেনি।
মায়ের উদাহরণ দেই
গ্রামের বাড়ি হওয়ায় বাড়ির সামনে পাশের বাড়ির আম গাছ খুব কাছাকাছি
ত ছোট বেলায় ছেলে রাস্তা থেকে একটা আম কুড়িয়ে বাড়িতে নিয়ে এসেছে,
মা বলল: বাবা
এটা কোথা থেকে নিয়ে এসেছ ,
উঠান থেকে মা।কোন গাছের মা দেখতে চাইলেন ছেলে বলল পাশের বাড়ির গাছের যখন আসতেছি তখন ঠিক আমার সামনে পড়ল তাই নিয়ে আসলাম
মা বললেন যাও যেখানে পেয়েছ ওখানে রেখে আস।নৈতিকতার শিক্ষা। ঐ সন্তান যুগের পর যুগ ধারণ করেছেন
অবশ্যই এটা মায়ের ভুমিকা।
কন্যা খুব অসুস্থ বাথরুমে গিয়ে বমি করছে
হঠাত্ যখন বাথরুম থেকে বের হল দেখে বাবা পানির গ্লাস নিয়ে দাড়িয়ে আছে
কেউ কি বলতে পারবে বাবার প্রতি কন্যার গভীর শ্রদ্ধা আর ভালবাসা বাবার আন্তরিক আচরনের জন্যই কন্যার মধ্যে সৃষ্টি হয়েছে।
নারীরা খুব স্পর্শকাতর অশ্রদ্ধা
অবহেলা
অসন্মান
ঘৃণা
রাগ ক্ষোপ
গালিগালাস
অল্প পরিমাণ হলেও গ্রহণ করতে পারেনা।কিন্তু সমাজ নারীদেরকে এই নিকৃষ্ট উপাদানের জালে আটকে রেখেছে প্রতি নিহিত।
ফলাফলসরূপ
ঘরে টাকা পয়সা ধন সম্পদ বাচ্চাসব আছে নেই শান্তি
নেই সন্মান
নেই ভালবাসা
নেই বন্ধন।
সব ঢুকে গেছে প্রেমের গান উপন্যাস আর মুভির ভিতর।
আসুন নারীদের প্রাপ্য সন্মান দেই মা বোন বউ কন্যা সহপাঠী সকল আত্নীয়তার বন্ধনে।
নারীকে সম্পত্তি বা ভোগের বস্তু না ভেবে সম্পদ ও সন্মানের পাত্র ভাবী।তাহলে সব বেদনা মধুর হবে।।।ইনশা আল্লাহ
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন