অনুভূতি
লিখেছেন লিখেছেন মায়াবিনী ০৪ মার্চ, ২০১৩, ০২:১৩:২৪ রাত
বিকাল বেলা পুকুরের উপর বসে
বসন্তের কচি কচি সবুজ পাতা
ফসলশূন্য খাঁ খাঁ মাঠ.....
মনমরা পরিবেশ
বাতাসের মৃদু চলাচল
ঘরে ঘরে আগুনে ধোঁয়া
রাতের রান্নার নিরব ক্লান্ত আয়োজন
দীর্ঘকাল থেকে চলছে ত চলছে......
সন্ধ্যা ৭.৩০
বিবিস বাংলার সংবাদ
ঘরে ছোট একটা মহড়া দাদার সাথে অস্থির রাজনীতির উত্তাল সংবাদ শোনা সাথে চমত্কার আলোচনা যোগ দেওয়া
খুব মিস করি।
আমের গাছ
মুকুলের ঢাকা ফাঁকে ফাঁকে পাতা.....
শুকনো পুকুর
মার্বেল আর লাঠিম খেলায় মেতে থাকা সময়
কালে কালে অতীত হয়।।
অতীত হয় না রাজনীতির মাঠ
থেমে থাকে না সংগ্রাম
রক্তও ঝরে
শহীদ বেশে ঘরে ফেরে
কোলের সন্তান......
ভয়ানক পৃথিবী
কালের গহ্বরে সব গুলিয়ে ফেলে
আহত হৃদয়
বাস্তবতায় বন্দী।
যারা জেগে ওঠে,
সত্যকে আর কালিমাকে অন্তরে শক্তভাবে ধারণ করে
তারা মরে জয়ী হয়
বেঁচে থাকলেও
কখন হার মানে না।
ঐ ভোরটি খুব মনে পড়ে
ঘরের দুয়ারে
দুটি চেয়ার
চেয়ারে দুজন বৃদ্ধা....
বুড়োর হাতে কোরআন
বাংলা অনুবাদ তিনি পড়ছেন....
বুড়ি মনোযোগ দিয়ে শুনছে
মাঝে মাঝে ব্যাখ্যা করে বুঝান হচ্ছে...
"আকাশ ও মর্তে নিদারুণ ঝড় ওঠেছে
মানুষের দুহাতের কামাই যা সে অর্জন করেছে"
অস্থির পরিবেশ,
কিন্তু রাতের গভীর অন্ধকার ত সবসময় থাকে না
তাই গোধুলী বেলার
লাল সূর্যের অপেক্ষায় দিন গুনা......
রাতঃ২.৩০
রংপুর
বিষয়: বিবিধ
১১০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন