গণজাগরণ মন্ঞকে বলছি

লিখেছেন লিখেছেন আমার পথ চলা ১৪ মার্চ, ২০১৩, ১১:২৮:২৪ রাত

"কাদের সিদ্দিকী কর্তৃক প্রমান সহ মখা আলমগীরকে রাজাকার বলায়, তোমরা যখন মখা-র পক্ষ হয়ে - কাদের সিদ্দিকীর মতো মুক্তিযোদ্ধাকে রাজাকার বললে..... তখন আমরাও হতাশ হয়েছিলাম! তোমরা যদি তখন সরকার ও ট্রাইবুণালের কাছে আবেদন জানাতে - মখার বিচার করা হউক। তাইলে তোমাদের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যেত। কিন্তু তোমাদের কর্মকান্ড শেষ পর্যন্ত নিরপেক্ষ ছিল না এবং তোমরা আসলে সকল দলের ভিতরে থাকা রাজাকারদের বিচার চাও না। তোমরা সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা সরকারী দলের লোক/এজেন্ট হিসেবে জনগণের কাছে ধরা পড়লে....."

বিষয়: বিবিধ

১১৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File