মুক্তিযোদ্ধা-রাজাকার বাইনারি
লিখেছেন লিখেছেন আমার পথ চলা ১০ মার্চ, ২০১৩, ০৯:৩৮:১৪ সকাল
আওয়ামী লীগ চায় অনন্ত কাল ধরে মুক্তিযোদ্ধা-রাজাকার বাইনারিটা ধরে রাখতে। এই কাজটা তারা করে ৭১ এর rhetorics আর সিম্বলিজম ব্যবহার করে। এই পালে হওয়া দেয় মিডিয়া আর অনলাইন এক্টিবীরেরা। আওয়ামী লীগের জন্য এই ব্যবস্থা উত্তম কেননা এর মাধ্যমে তারা বিপর্যয়কর ব্যর্থতা আড়াল করতে পারে। বিচার হলেই বাইনারিটা শেষ হয়ে যায়।
উপরোক্ত বক্তব্যটি আমার নয়। আমি বক্তব্যটি নিয়ে একটু আলোচনা করতে চাই।সুশীল ব্লগাররা নিজেদের অবস্খান তুলে ধরবেন কি?
বি.দ্র: কট্টরপন্থীরা (ঘৃণিত নাস্তিক ও ঘৃণিত ধর্মব্যবসায়ীরা) মন্তব্য করা থেকে বিরত থাকুন।
বিষয়: বিবিধ
৯৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন