আজ মিরপুরে গণজাগরণ মঞ্চ নিয়ে ইলিয়াস মোল্লাহর ব্যাপক প্রস্ততি (কপি পেষ্ট)

লিখেছেন লিখেছেন আমার পথ চলা ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫৮:২১ সকাল

যুদ্ধাপরাধী, সব মানবতাবিরোধীর ফাঁসিসহ ছয় দফা দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ থেকে ঘোষিত পূর্ব নির্ধারিত কর্মসূচি অংশ হিসেবে আজ সোমবার মিরপুরের ১০ নং গোলচক্করে অনলাইন ব্লগার ও অ্যাকটিভিট সমাবেশ করবে।

তাদের এই সমাবেশ সফল ও সংহতি প্রকাশ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ্।

রোববার ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “যুদ্ধাপরাধী কাদের মোল্লার নির্যাতনের শিকার ও শহীদ পরিবারের সদস্য এবং আলুব্দি গ্রামবাসীকে নিয়ে আলুব্দি গ্রামের সন্তান হিসেবে আমি প্রজন্ম মঞ্চে অবস্থান ও সংহতি জানাব। এরজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগে প্রজন্ম চত্বরে তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলন চলছে। এরই অংশ হিসেবে সোমবার মিরপুরে সমাবেশ হচ্ছে। গত শনিবার সমাবেশ হয়েছে রায়েরবাজার বধ্যভূমিতে।

Click this link

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File