জাবি ভিসির গোপন আডিও ফাঁস

লিখেছেন লিখেছেন আমার পথ চলা ০৫ মে, ২০১৩, ০৭:৩৪:৫২ সন্ধ্যা

“ও ইসলামী ব্যাংকে চাকরি পেত, ও শিবির করতো। এ খবর প্রোভোস্টও জানতেন। তিন-চার ঘণ্টা হলের গেস্ট রুমে লাশ রেখে এ অবস্থা তৈরি করেছিলেন প্রভোস্ট।”

ফাঁসকৃত মোবাইলে গোপন কথোপকথনের একটি অডিও রেকর্ডে নিহত জাবিছাত্র আব্দুল মালেক সম্পর্কে এমন বক্তব্য দিতে শোনা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে।

অডিও রেকর্ডটি ফাঁস করেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আমির হোসেন।

তিনি মওলানা ভাসানি হলের প্রাধ্যাক্ষ প্রফেসর খবির উদ্দিনকেও শিবির হিসেবে আখ্যায়িত করেন।

গত ১২ ফেব্রুয়ারি রাতে প্রশাসনের অবহেলায় চিকিৎসা না পেয়ে মারা যায় পরিসংখ্যান বিভাগের ৩৫ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল মালেক।

ফলে উপাচার্যের বাস ভবনসহ গোটা ক্যাম্পাসে ভাঙচুর চালায় উত্তেজিত সাধারণ শিক্ষার্থীরা। যাদের তিনি শিবির ও অন্ধকারের শক্তি হিসেবে অখ্যায়িত করেছিলেন।

তিনি শিবির ট্যাগিং থেকে রেহাই দেননি ছাত্রলীগ নেতা-কর্মীদেরও। গত ৬ এপ্রিল শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে তার ওপর উত্তেজিত ছাত্রলীগ কর্মীদের শিবির ও অন্ধকারের শক্তি বলেছেন তিনি।

এ প্রসঙ্গে প্রফেসর খবির উদ্দিন বলেন, ‘‘উনি একজন মিথ্যাবাদী, উনি এ মিথ্যাচারকে (শিক্ষক-শিক্ষর্থীদের জামাত–শিবির আখ্যাদান) রাজনৈতিকভাবে উপরে উঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করছেন।”

তিনি আরো বলেন, “নিহত মালেক একজন সাধারণ ঘরের সন্তান।”

Click this link

বিষয়: বিবিধ

১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File